UPI Cash Withdrawal : ভারতের চালু হল ইউপিআই এটিএম- কীভাবে এটি কাজ করে দেখুন

এবার দেশে প্রথম চালু হল UPI এটিএম । এখন UPI-এর সাহায্যে গ্রাহকরা ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন ।

 

/ Updated: Sep 08 2023, 04:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সময়ের সাথে সাথে প্রযুক্তিও এগিয়ে যাচ্ছে। ব্যাঙ্কিং সেক্টরও এর ব্যতিক্রম নয় । এবার দেশে প্রথম চালু হল UPI এটিএম । এখন UPI-এর সাহায্যে গ্রাহকরা ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন । বলা হচ্ছে UPI এটিএম সুবিধা চালু হলে টাকা তোলার সীমাও বাড়বে । এছাড়াও, UPI এটিএম কার্ড স্কিমিংয়ের মতো আর্থিক জালিয়াতি রোধ করতেও সাহায্য করবে । কিভাবে UPI ATM এর মাধ্যমে লেনদেন হবে জেনে নিন । গ্রাহককে প্রথমে এটিএম স্ক্রিনে 'UPI ক্যাশ উইথড্রয়াল' অপশন নির্বাচন করতে হবে । গ্রাহককে যে পরিমাণ টাকা তুলতে হবে তা লিখতে হবে।তারপর এটিএম স্ক্রিনে সিঙ্গল ইউজ ডায়নামিক কিউআর কোড দেখাৈ যাবে । এর পরে গ্রাহককে UPI অ্যাপ ব্যবহার করে QR কোড স্ক্যান করতে হবে । এখন গ্রাহকরা এটিএম থেকে নগদ পেতে মোবাইলে UPI পিন দিয়ে লেনদেন করতে পারবেন ।