সংক্ষিপ্ত
আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে সারা দেশে প্রতিবাদ হয়েছে। কিন্তু তারপরেও দেশের নানা প্রান্তে ধর্ষণ ও খুনের ঘটনা দেখা যাচ্ছে। পুলিশ-প্রশাসন ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
যে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছিল, জামিনে কারাগার থেকে বেরিয়ে তাকেই গুলি করে মারল! প্রকাশ্য রাস্তায় এই ভয়ঙ্কর ঘটনা দেখা গেল। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। মৃতার বয়স মাত্র ১৭ বছর। তাকে মা ও দাদার সামনেই গুলি করে খুন করল রিঙ্কু নামে ২০ বছর বয়সি এক তরুণ। এ বছরের ফেব্রুয়ারিতে এই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার হয় রিঙ্কু। কিছুদিন আগে সে জামিনে ছাড়া পায়। এরপর থেকেই সে নির্যাতিতার জন্য ওৎ পেতে ছিল। তাকে রাস্তায় দেখতে পেয়েই খুন করল এই তরুণ। এই ভয়ঙ্কর ঘটনায় উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
বেপরোয়া অপরাধী
গাজিয়াবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এই ঘটনা ঘটেছে কৈলা দেবী থানা এলাকায়। মোটরবাইকে চড়ে মা ও দাদার সঙ্গে যাচ্ছিল নাবালিকা। সেই সময় তাদের পথ আটকায় রিঙ্কু। তার সঙ্গে আরও একজন ছিল। তারা দু'জনেই গুলি চালায়। মায়ের চোখের সামনেই লুটিয়ে পড়ে নাবালিকা। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন মৃতার মা ও দাদা। এই অভিযোগের ভিত্তিতে রিঙ্কু ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র বলেছেন, ‘দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ঘটনার সব দিক খতিয়ে দেখছি। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’
শাস্তির ভয় নেই অপরাধীদের?
ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি বদলে সম্প্রতি ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও নৃশংস অপরাধ কমার লক্ষণ দেখা যাচ্ছে না। বিচার বিভাগের দীর্ঘসূত্রিতার ফলেই কি অপরাধীরা শাস্তির ভয় পাচ্ছে না? সারা দেশে এই আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা! মাদক মেশানো পানীয় খাইয়ে চলন্ত গাড়িতে দলিত কিশোরীকে গণধর্ষণ
Uttar Pradesh Rape Case: বাড়ির বাইরে খেলার সময় নাবালিকাকে ধর্ষণ, উত্তরপ্রদেশে ফের পাশবিক ঘটনা