সংক্ষিপ্ত

যারা সন্ত্রাসবাদের শিকার তারা কখনই সন্ত্রাসবাদীদের সৃষ্টিকর্তাদের সঙ্গে এক টেবিলে বসতে পারে না। বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া এস জয়শঙ্করের।

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের তীব্র সমালোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যারা সন্ত্রাসবাদের প্রবর্তক, সন্ত্রাসবাদের মুখ তাদের সঙ্গে কোনও রকম আলোচনা করা হবে না। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের থেকেও দ্রুত হ্রাস পাচ্ছে। অন্যদিকে বিলাওয়াল বলেছিলেন কূটনীতিকেই হাতিয়ার করে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করতে হবে। গোয়াতে সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO বৈঠকে যোগ দিতে ভারতে রয়েছেন তিনি। গোয়াতেই তিনি সন্ত্রাসবাদ নিয়ে বার্তা দিয়েছেন। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেন।

এস জয়শঙ্করের মন্তব্য

যারা সন্ত্রাসবাদের শিকার তারা কখনই সন্ত্রাসবাদীদের সৃষ্টিকর্তাদের সঙ্গে এক টেবিলে বসতে পারে না। দুই পক্ষের কোনও আলোচনা হতে পারে না। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর ছিল আছে আর থাকবে। জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। বিলাওয়ার ভুট্টো জরদারির ভারত সফর নিয়েও এস জয়শঙ্কর মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী একটি বহুপাক্ষিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হতে ভারতে এসেছেন। এই বিষয়টিতে তিনি এর থেকে আর বেশি কিছু বলে মনে করেন না। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের কোনও ন্যায্যতা থাকতে পারে না। আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব কিছুই বন্ধ করতে হবে।

বিলাওয়াল ভুট্টো জরদারির মন্তব্য

সন্ত্রাসবাদ ক্রমাগত বিশ্বকে নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলেছে। জনগণের সম্মিলিত নিরাপত্তা যৌথ দায়িত্ব। তিনি বলেন, কূটনৈতিক দিল থেকে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে। এতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বলেন সবদিক থেকেই সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে। তিনি বলেন সন্ত্রাসবাদ মোকিবাল করা পাকিস্তানের কাছে একটি চ্যালেঞ্জ। তিনি বলেন সন্ত্রাসবাদ নিয়ে তিনি যে কথা বলেন তা পাকিস্তানের বিদেশমন্ত্রী হিসেবে বলেন না। যারা জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দিক বেবেচনা করেও তিনি কথা বলেন। তিনি বলেন তিনি জঙ্গি হামলার কারণে তাঁর মাকে হারিয়েছেন। সেই ক্ষত এখনও তাঁর মনে অক্ষত বলেও জানিয়েছেন। তবে তাঁর অভিযোগ আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করে কিছু দেশ একতরফা সিদ্ধান্ত নেয়। তবে এই বিষয়ে কোনও উদাহরণ দেননি তিনি। মনে করা হচ্ছে নাম না করেই তিনি ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রোধের সমালোচনা করেন। তবে তিনি বলেন পাকিস্তান চায় সন্ত্রাসবাদ একদম শেষ হোক।

বিলাওয়াল ভুট্টো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে । পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী প্রায় ১২ বছর পরে ভারত সফর করলেন। পাক বিদেশমন্ত্রী হিসেবে ২০১১ সালে শেষ ভারতে এসেছিলেব হিনা রব্বানি খার। পাক মন্ত্রী হিসেবে সর্বশেষ ভারতে এসেছিলেন ২০১৬ সালে সরতাজ আজিজ।