Asianet News BanglaAsianet News Bangla

পিপিই কিট পরেই ঘুঙরু গানের সঙ্গে নাচে মাতলেন ডাক্তার

  • পিপিই কিট পরে ঘুঙরু নাচ ডাক্তারের 
  • আসামের এক ডাক্তারকে দেখা গেল এই ভাবেই
  • কোভিড আক্রান্তদের কথা ভেবেই এই নাচ
  • সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়
Viral video of doctor dances wearing with PPE kit
Author
Kolkata, First Published Oct 19, 2020, 2:23 PM IST

করোনা যেন পিছুই ছাড়ছে না। প্রতিদিন প্রতি নিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা নিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানুষ মানসিক অবসাদে ভুগছেন। করোনা আতঙ্কে আত্মহত্যাও করছেন অনেকেই। এবার সেই করোনা রোগিদের বিনোদনের কথা ভেবেই হাসপাতালে নাচতে দেখা গেল একজন ডাক্তারকে। কিছু দিন আগেও এমন ছবি উঠে এসেছিল। সেখানেও দেখা গিয়েছিল একজন ডাক্তারকে নাচতে। তার পরে অনেক ডাক্তারকে গান গাইতেও শোনা গিয়েছে আগে। এবার আবারও তেমনই এক ঘটনা। অসমের একজন ইএনটি সার্জেনকে এবার দেখা গেল নাচতে। ঘুঙরু গানের সঙ্গে ঋত্বিক রোশনের সেই বিখ্যাত নাচ যেন হুবহু নকল করেছেন এই ডাক্তার। তাল মিলিয়ে পিপিই কিট পরেই চলেছে অসাধারণ সেই নাচ। তবে সবটাই করোনা আক্রন্তদের বিনোদনের কথা ভেবেই। ডাক্তার অরূপ সেনাপতির এই নাচ এখন ভাইরাল নেট দুনিয়ায়। 

https://twitter.com/drsfaizanahmad/status/1317809946214289409?s=20

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে পিপিই কিট পরেই নাচছেন এই ডাক্তার। কোনও ক্লান্তি নেই যেন। বিখ্যাত গান ঘুঙড়ুর সঙ্গে বেশ দিব্যি নাচছেন তিনি। তার এই অসাধারণ নাচ দাগ কাটছে অনেকের মনেই। 

Follow Us:
Download App:
  • android
  • ios