৭৫ বছরের এক বৃদ্ধকে বেঁধে গোটা এলাকায় ঘোরানো হয়। সেই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

৭৫ বছরের বৃদ্ধকে জুতোর মালা পরিয়ে সারা গায়ে কালি ছিটিয়ে হাত বেঁধে ঘোরানো হল গোটা এলাকা জুড়ে। তারপর তাঁকে নিজে থুতু ফেলে নিজেকেই চাটতে বাধ্য করালেন এলাকার মাতব্বররা। বৃহস্পতিবার এই চূড়ান্ত ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের তিঘরা গ্রামে । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই কাণ্ডের ভিডিও। 

-

৭৫ বছর বয়সি বৃদ্ধের নাম মহব্বত আলি। তাঁর বিরুদ্ধে একজন তরুণীকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কোনও এক ব্যক্তি। সেই অভিযোগের শাস্তি দেওয়ার ভার নিজেরাই কাঁধে তুলে নিলেন এলাকার মাতব্বররা। তাঁরা বৃদ্ধের হাত বেঁধে গায়ে-মুখে কালি ছিটিয়ে তাঁকে জুতোর মালা পরিয়ে অশ্লীল চিৎকার করতে করতে ঘোরালেন গোটা এলাকায়, তারপর তাঁকে দিয়ে চাটালেন থুতু। 

-

ভিডিওর শেষে নির্যাতিত বৃদ্ধকে মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের থুতু চাটতে এবং ক্ষমা চাইতে বাধ্য করা হতে দেখা গেছে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তড়িঘড়ি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পুলিশ ব্যবস্থা নিয়েছে ওই ব্যক্তিকে অপমানজনক কাজ করতে বাধ্য করার অভিযোগে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে । 

-

উত্তর প্রদেশের (Uttar Pradesh) গোলহাউড়া থানার এসএইচও অজয়নাথ কানৌজিয়া জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের নাম — জাফর, আমান পান্ডে, অখিলেশ সাহনি এবং ঘনশ্যাম তিওয়ারি।

অন্যায়ভাবে একজন ব্যক্তিকে আঘাত করা সম্মানহানি করা, ইচ্ছাকৃতভাবে অপমান করা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে ৪ ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Scroll to load tweet…



আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।