পাঁচিলের উপর হাত পা ছড়িয়ে নাক টেনে ঘুম 'বাঘমামা'র, মুহূর্তে ভাইরাল ভিডিও!

পাঁচিলের উপর শুয়ে ঘুমাচ্ছে বিশালাকার বাঘ! বাঘের আতঙ্কে সারারাত জেগে কাটালো গোটা গ্রাম। উত্তরপ্রদেশের কালিনগরের আটকোনা গ্রামের ঘটনা। সোমবার রাতে পিলভিটের জঙ্গল থেকে গ্রামে ঢোকে বাঘটি। খবর পেয়ে ছুটে আসে বনদপ্তরের আধিকারিকরা।

/ Updated: Dec 26 2023, 04:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পাঁচিলের উপর শুয়ে ঘুমাচ্ছে বিশালাকার বাঘ! বাঘের আতঙ্কে সারারাত জেগে কাটালো গোটা গ্রাম। উত্তরপ্রদেশের কালিনগরের আটকোনা গ্রামের ঘটনা। সোমবার রাতে পিলভিটের জঙ্গল থেকে গ্রামে ঢোকে বাঘটি। খবর পেয়ে ছুটে আসে বনদপ্তরের আধিকারিকরা। ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে বাগে আনা হয়। অবশ্য এর আগে বাঘটি সারাক্ষণ পাঁচিলের উপর শুয়ে ঘুমাচ্ছিল। ঘটনার এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।