সংক্ষিপ্ত

ডিআরডিওতে কি চাকরির স্বপ্ন দেখেন? এবার স্বপ্নপূরণ করার সুবর্ণ সুযোগ। চলছে ওয়াক ইন ইন্টারভিউ। আবেদনের শেষ তারিখ ৮ই অক্টোবর। 

প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO)-তে চাকরির আশা দেখেন অনেকেই।  এবার তাদের জন্যই সুখবর নিয়ে হাজির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ভালো এবং মেধাবী নতুন মুখের সন্ধানে ডিআরডিও সংস্থা। আগ্রহী প্রার্থীরা যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারে ডিআরডিও ওয়েবসাইট drdo.gov.in -এ। 

আরও পড়ুন- Chartered Account: প্রকাশিত হল চার্টার্ড অ্যাকাউন্ট পরীক্ষার ফল

আগ্রহী প্রার্থীদের 'ওয়াক-ইন-ইন্টারভিউ'-এর জন্য আগে jrfcair2021@gmail.com ঠিকানায় ইমেল পাঠাতে হবে. ইমেল পাঠানোর শেষ তারিখ ৫ই অক্টোবর বিকাল ৫টা। আসুন জেনে নেওয়া যাক ডিআরডিওতে আবেদন কারা করতে পারবেন এবং কীভাবে?

আরও পড়ুন- ফিট ফিগারেই হিট বরুণ, বলিউডের কিউট স্টারের ডায়েট রহস্য কী জানুন

* JRF - Mathematics:

শূন্য পদের সংখ্যা- ১
শিক্ষাগত যোগ্যতা - গণিতে স্নাতকোত্তর এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরেই প্রথম বিভাগে উত্তীর্ণ।  কেবলমাত্র সেইসকল প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে যারা ইউজিসি অথবা এমএইচআরডি নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন। 

JRF- Computer Science
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ প্রথম বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর হওয়া বাধ্যতামূলক। সেই সকল প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে যারা এআইসিটিই (All India Council for Technical Education) নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তির্ণ হয়েছেন। 

আবেদন করার শেষ তারিখ- ৮ই অক্টোবর ২০২১ বিকাল ৫টা 

ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ- গণিতের জন্য ১৮ই অক্টোবর এবং কম্পিউটার সায়েন্সের জন্য ১৯ শে অক্টোবর।

আরও পড়ুন- 'পোশাক গেল কোথায়', শরীরী নগ্নতায় নেকড ড্রেসে MTV- অ্যাওয়ার্ডে আগুন জ্বালালেন মেগান ফক্স

আরও পড়ুন- নষ্ট হয়ে যাওয়া দুধ কি বিষের সমান, কেটে গেলেও কী কী কাজে লাগাতে পারবেন জানেন

আরও পড়ুন- ​জলেও কি বাড়তে বাড়ে মেদ, সঠিক নিয়ম জেনে জল পান করে এবার হয়ে উঠুন স্লিম

আরও পড়ুন- বুধবারের কর্মসূচিতে মিলল না অনুমতি, বৃহস্পতিবার ত্রিপুরায় পদযাত্রা করবেন অভিষেক

আরও দেখুন-ক্রিকেটপ্রেমী এক মেয়ের গল্প নিয়েই জি বাংলার নতুন ধারাবাহিক 'উমা', শ্যুটিং ফ্লোরে মুখোমুখি শিঞ্জিনী