এখন সব বয়সের মানুষের মধ্যেই মোবাইল ফোনের নেশা দেখা যাচ্ছে। অনেক সময়ই এই নেশা প্রাণঘাতী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে।

এক শিশু বিছানায় বসে মোবাইল ফোন ঘাঁটছিল। হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন মা। তিনি সন্তানকে বকাঝকা করলেন। এরপর সেই শিশু মায়ের বকুনি খেয়ে বই নিয়ে এসে পড়তে বসল। তার মা বকাঝকা শেষ করে মেঝেতে বসে পড়লেন। এবার তিনি টিভি দেখতে দেখতে ফোনে কারও সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লেন। ছেলে সেই ঘটনা দেখে উঠে গিয়ে ঘরে রাখা ক্রিকেট ব্যাট নিয়ে এসে পিছন থেকে মায়ের মাথায় আঘাত করল। এই আঘাতে মেঝেতে লুটিয়ে পড়লেন ওই মহিলা। তারপর মায়ের হাত থেকে ফোন নিয়ে এসে বিছানায় বসে ফের ফোন ঘাঁটতে শুরু করল ওই শিশু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। মোবাইল ফোনের নেশার বশে এই ভয়াবহ ঘটনা দেখে অনেকেই শিহরিত হয়ে উঠছেন।

এই ভাইরাল ভিডিও সাজানো?

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকেই দাবি করছেন, মা-ছেলের এই ভিডিও সাজানো। তবে এই ভিডিওর মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে, তা বোঝা যাচ্ছে বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকে বলছেন, এই ভিডিও সাজানো হোক বা না হোক, অনেক সময়ই মোবাইল ফোনের জন্য অভিভাবকদের মারছে শিশুরা। মোবাইল ফোন ব্যবহার করার জন্য বাবা-মা বকাবকি করলে অনেকে আত্মহত্যাও করেছে। এই ধরনের ঘটনা বারবার ঘটছে। তাই সবারই সতর্ক থাকা উচিত।

Scroll to load tweet…

মোবাইল ফোনের নেশার জন্য অভিভাবকরাই দায়ী?

অনেকে বলেন, শিশুরা যা দেখে সেটাই অনুসরণ করে। তারা যদি বাবা-মাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে, তাহলে তারাও মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হবে। এই কারণে নেহাতই জরুরি প্রয়োজন ছাড়া শিশুদের সামনে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মোটা করে দিচ্ছে শিশুদের! জেনে নিন বাকি সমস্যাগুলো সম্পর্কে

Parenting Tips: সন্তানের মোবাইল ফোনের নেশা ছাড়াতে, এই সহজ উপায়গুলি কাজে লাগান

মোবাইল দেখতে চেয়ে সারাক্ষণ বায়না ? সন্তানের ফোনের আসক্তি কমাতে ট্রাই করুন এই ট্রিকস