শাড়ি পরে স্টান্ট করলেন পারুল  নিজের ভিডিও পোস্ট করেন তিনি নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে যায়  নেটিজেনরা প্রশংসা করেছেন পারুলের 

শাড়িতেই ভারতীয় নারী- ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল এই কথাটি। প্রচন্ড গতির দিনে মহিলারা যখন শাড়ি বাদ দিয়ে সালোয়াল কামিজ বা জিন্স বা স্কার্টের ওপর ভরসা রাখছেন তখন শাড়ি পরেই কামাল করছেন পারুল অরোরা। তিনি শাড়ি পরেও একের পর এক ডিগবাজি খাচ্ছেন জিমন্যাস্ট ম্যাটে। জাতীয় স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা জিমনাস্ট পারুল অরোরা শাড়ি পরা অবস্থায় খেলার দুটি ভিডিও শেয়ার করেছেন। আর তা নিমেষেই মন কড়ে নিয়েছে নেটিজেনদের। 

View post on Instagram

খোলা চুল, কালো স্লিভলেস ব্লাউজ আর মভ কালারের একটি শিফনের শাড়ি পড়েই মাঠে অনায়াসে ব্যাকফ্লিপস আর ফ্লন্ট ফ্লিপস করছেন। আর খেলা শেষে তাঁর হাসি মুখ মনে করিয়ে দিচ্ছে তুমি অনন্যা। তা সে শাড়ি হোক আর যেকোনও ধরনের পোষাক হোক। 

View post on Instagram

গত বছর ডিসেম্বর মাসে শাড়ি পড়া অবস্থায় স্টান্টের ভিডিও গুলি শেয়ার করেছিলেন পারুল ক্যাপসান দিয়েছিলেন, শাড়ি মে খরতনা স্টান্স বা শাড়ির ভয়ঙ্কর স্টান্ট। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেন ইনস্টাগ্রাম থেকেই ভিডিও গুলি পোস্ট করেছিলেন। পারুলের ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়। নেটিজেনতা তাঁর প্রশংসা করেছেন। অনেকেই পারুলকে সুরাপ ওম্যানের সঙ্গে তুলনা করেছেন বলেছেন অ্যামেজিং।