PM Narendra Modi Wife News: অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন….
PM Narendra Modi Wife News: সদ্য বঙ্গ সফর সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi News)। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে একাধিক প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। মোদীর এই বঙ্গ সফর আদতে সরকারি কর্মসূচি হলেও বাংলায় এসে রাজ্যের শাসক শিবিরকে (TMC) আক্রমণ করতে ভোলেননি তিনি (PM Modi)।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। পাকিস্তানের হামলার পাল্টা জবাবে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) চালিয়েছিল ভারত। যা নিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের সভা থেকে মুখ খোলেন তিনি। শুধু তাই নয়, মোদীর বক্তব্যের অনেকটাই জুড়ে ছিল অপারেশন সিঁদুরের কথা। যা নিয়ে বিরোধীরা আত্মপ্রচার বলে কটাক্ষ করেছেন।
আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অপারেশন সিঁদুর নিয়েই আত্মপ্রচার চালিয়ে গিয়েছেন! যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। মোদীর সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ''প্রত্যেক মহিলার সম্মান আছে। স্বামীর কাছে সিঁদুর গ্রহন করেন তাঁরা। আপনি সকলের স্বামী নন! সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না? সব রাজনৈতিক দল যখন বিদেশে গিয়ে গলা ফাটাচ্ছে, তখন বিজেপি নির্বাচনী রাজনীতি করছে।''
দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মমতার এভাবে ব্যক্তিগত আক্রমণ নিয়ে পাল্টা গর্জে ওঠে গেরুয়া শিবির। এদিকে বৃহস্পতিবার মোদী বনাম মমতার আক্রমণ, পাল্টা আক্রমণের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে তরজা। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটি বেশ পুরনো। এবং দুজনকে সৌজন্য বিনিময়ও করতে দেখা যাচ্ছে।
যদিও মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর স্ত্রীর যোগাযোগ নেই বলেই জানা গিয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে হলফনামায় মোদী নিজেকে বিবাহিত বলে জানিয়েছিলেন। এবং তিনি জানান তার স্ত্রীর নাম যশোদাবেন। যদিও স্ত্রীর সঙ্গে মোদীর কোনও যোগাযোগ নেই। শুধু তাই নয়, বেশকিছু বছর আগে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মোদীর স্ত্রী যশোদাবেন জানিয়েছিলেন, 'মোদী তার স্বামী। তিনি তাঁকে রামের মতন শ্রদ্ধা করেন।'
উল্লেখ্য, বৃহস্পতিবার বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন। ১০১০ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পের লক্ষ্য ২.৫ লক্ষেরও বেশি পরিবার ১০০ টিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পে পাইপড প্রাকৃতিক গ্যাস (PNG) সরবরাহ করা। সরকার নির্ধারিত ন্যূনতম কাজের কর্মসূচির (MWP) লক্ষ্য অনুযায়ী প্রায় ১৯ টি CNG স্টেশন স্থাপনের মাধ্যমে যানবাহনে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (CNG) সরবরাহ করা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, গত কয়েক বছরে ভারত জ্বালানি খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, আজ, আমাদের দেশ দ্রুত গতিতে জ্বালানি-ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক ৫,৫২০ টিরও বেশি জেলায় পৌঁছেছে... CNG পরিবহনেও পরিবর্তন এনেছে। দূষণ কমছে। তাই মানুষের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, এবং তাদের পকেটের বোঝা কমছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের ৩১ কোটিরও বেশি মানুষের আজ LPG সংযোগ রয়েছে। প্রতিটি পরিবারে গ্যাস বিতরণের স্বপ্ন এখন পূরণ হচ্ছে। এর জন্য, আমাদের সরকার বিশ্বের প্রতিটি কোণে গ্যাস বিতরণ নেটওয়ার্ককে শক্তিশালী করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


