- Home
- India News
- Labour law: এ কী! আর সপ্তাহে ৬ দিন অফিস যেতে হবে না, শুধু করতে হবে ৪ দিন কাজ, বাকি ৩ দিন সব অফিস ছুটি! কেন্দ্র আনছে নতুন আইন
Labour law: এ কী! আর সপ্তাহে ৬ দিন অফিস যেতে হবে না, শুধু করতে হবে ৪ দিন কাজ, বাকি ৩ দিন সব অফিস ছুটি! কেন্দ্র আনছে নতুন আইন
News Labour Law: নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সপ্তাহে মাত্র চারদিন অফিস করতে হবে। পরপর তিনদিন ছুটি থাকবে। এই নিয়ম সরকারি হোক বা বেসরকারি—সব অফিসেই চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সপ্তাহে মাত্র চারদিন অফিস করতে হবে। পরপর তিনদিন ছুটি থাকবে। এই নিয়ম সরকারি হোক বা বেসরকারি—সব অফিসেই চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।
সাধারণভাবে সরকারি বা বেসরকারি যেকোনও কর্মস্থলে দিনে ৮ ঘণ্টা কাজ করার নিয়ম রয়েছে। তবে বাস্তবে অনেক জায়গায় এখনও ৯ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। ছুটির দিনও থাকে মাত্র একদিন।
এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য আনতেই মোদী সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে।
অনেকদিন ধরেই কর্মচারীরা সপ্তাহে তিনদিন ছুটির দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন আনার পরিকল্পনা করছে, যার আওতায় সপ্তাহে চারদিন কাজ এবং তিনদিন ছুটির নিয়ম চালু হতে পারে। এই প্রস্তাবিত নিয়মটি ২০২৫ সালের বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে। বিজেপি ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিলের খসড়া তৈরি করেছে ।
লোকসভায় এই বিল পাশ হলে কর্মীরা সপ্তাহে টানা তিনদিন ছুটি উপভোগ করতে পারবেন। তবে এর জন্য বাকি চারদিনের কাজের সময় কিছুটা বাড়ানো হবে, যাতে অতিরিক্ত ছুটির দিনের কাজের ভারসাম্য বজায় থাকে।
তাই ৮ ঘণ্টার পরিবর্তে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে কর্মীদের। তবে এর বিনিময়ে মিলবে টানা তিনদিনের ছুটি। এই চমৎকার সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ।
সব কিছু ঠিকঠাক চললে, এই বছর থেকেই আর সপ্তাহে ছয় দিন কাজ করার নিয়ম উঠে যেতে পারে। সরকারি ও বেসরকারি কর্মচারীরা টানা তিনদিন ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

