বছর শেষে অবাক করা খবর! কবে থেকে বাড়ছে অটল পেনশন? বিশেষ মন্তব্য কেন্দ্রীয় সরকারের
কেন্দ্রের মোদী সরকারের জনপ্রিয় প্রকল্প হল অটল পেনশন যোজনা। সম্প্রতি এই যোজনার পেনশন বৃদ্ধির একটি খবর শোনা গেলেও, সরকার সংসদে স্পষ্ট জানিয়েছে যে আপাতত ভাতা বাড়ানোর কোনও সম্ভাবনা নেই।

কেন্দ্রের মোদী সরকারের তরফে বছরের পর বছর ধরে নানা প্রকল্প চালানো হচ্ছে। এই সকল প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন বহু মানুষ। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য চালু করা হচ্ছে বিভিন্ন প্রকল্প। এবার এই সকল প্রকল্প নিয়ে সামনে এল নয়া তথ্য। বাড়তে চলেছে অটল পেনশন যোজনা।
৯ মে ২০১৫ সাল থেকে চালু হয়েছে অটল পেনশন যোজনা। এই প্রকল্পটি ১৮ থেকে ৪০ বছর বয়সী সকল ভারতীয় নাগরিকের জন্য উপলব্ধ ছিল। তবে, ১ অক্টোবর ২০২২ থেকে আয়করদাতাদের এই প্রকল্প থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
এখন নতুন করে এই স্কিম শিরোনামে উঠে এসেছে। আগামী নিয়ে বাড়বে অটল পেনশন যোজনার টাকা। শোনা যাচ্ছে এমনটা। এবার এই নিয়ে মন্তব্য করল সরকার। ৬০ বছর বয়সে মেনে এই অটল পেনশন যোজনার পেনশন। এই স্কিমের অধীনে উপলব্ধ পেনশনের কিস্তি হল ১ হাজার, ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার এবং ৫ হাজার প্রতি মাসে। যোগদানের বয়সের ওপর নির্ভর করে ন্যূনতম অবদানের সময়কাল ২০ বছর।
কোনও গ্রাহক ১৮ বছর বয়সে যোগদান করেন, তাহলে তাদের প্রতি মাসে ৪২ থেকে ২১৯ টাকা পর্যন্ত অবদান রাখতে ববে। যদি তারা ৪০ বছর হয়সে যোগ দেন তাহলে প্রতি মাসে ২৯১ থেকে ১৪৫৪ টাকা পর্যন্ত অবদান রাখতে হবে। প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ বার্ষিকভাবে প্রদান করা যেতে পারে।
এখন প্রশ্ন হল বাড়বে কি না এই ভাতা? অটল পেনশন যোজনা নিয়ে সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ভাতা বাড়ার আপাতত কোনও সম্ভাবনা নেই। সোমবার ১৫ ডিসেম্বর সংসদে এক লিখিত জবাবে বলেছেন যে পেনশন বৃদ্ধির ফলে সাবস্ক্রিপশনের পরিমাণও বাড়বে।

