ত্রিপুরার সরকারি কলেজে 'নগ্ন' সরস্বতীর আরাধনা, প্রতিবাদ বজরং দল ও বিদ্যার্থী পরিষদের

সরস্বতী পুজো ঘিরে বিতর্ক ত্রিপুরায়। ত্রিপুরা আর্ট এন্ড ক্রাফট মহাবিদ্যালয়ে মা সরস্বতীর প্রতীমাকে বিকৃত করার অভিযোগ। যদিও মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রাচীনকালের খাজুরাহ বা অজন্তা - ইলোরার মূর্তির আদলেত দেবী মূর্তি তৈরি করে পুজো করেছিল।

/ Updated: Feb 15 2024, 06:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সরস্বতী পুজো ঘিরে বিতর্ক ত্রিপুরায়।  ত্রিপুরা আর্ট এন্ড ক্রাফট মহাবিদ্যালয়ে মা সরস্বতীর মূর্তি নগ্ন ছিল বলে অভিযোগ। যদিও মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রাচীনকালের খাজুরাহ বা অজন্তা - ইলোরার মূর্তির আদলেত দেবী মূর্তি তৈরি করে পুজো করেছিল। কিন্তু প্রতিবাদে সরব হয় বিদ্যার্থী পরিষদ। এদিন তারা দেবী প্রতিমার ওপর একটি কাপড় পরিয়ে দেয়। তাদের কথায় তারা সঠিকভাবে বস্ত্র পরিয়ে দেয়।