সংক্ষিপ্ত
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'আগামী তিন মাসের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে উপকৃত হবে রাজ্যের ১৫ কোটি মানুষ।'
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (UP CM) হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেওয়ার পরের দিনেওই বড় ঘোষণা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। বিনামূল্যে রেশন প্রকল্পের (Free Ration Project) মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। এদিন তাঁরই নেতৃত্বে বসে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্মৌয়ের লোকভবনে প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'আগামী তিন মাসের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে উপকৃত হবে রাজ্যের ১৫ কোটি মানুষ।' উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, এই প্রকল্পের জব্য সরকারের খরচ হবে প্রায় ৩ কোটি ২৭০ লক্ষ টাকা।
করোনাভাইরাসের সংক্রমণ চলাকালীন উত্তর প্রদেশের শুরু হয়েছিল বিনামূল্যের রেশন প্রকল্প। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কাথা ছিল মার্চ মাসে। কিন্তু উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে জিতে যোগী আদিত্যনাথ রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে পুরষ্কৃত করলেন। তাই রেশন প্রকল্পের মেয়াদ তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্প শেষ হবে আগামী জুন মাসে।
উত্তর প্রদেশের অপর উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, রাজ্যের গরিবমানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিহুলি মানুষের কাথে পৌঁছে দিতে হবে। তাই এই প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হয়েছে।
গতকাল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেন যোগী আদিত্যনাথ। ৩৭ বছর পর উত্তর প্রদেশের কোনও রাজনৈতিক দল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসীন হল। যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রীতিমত উৎসবের চেহার নিয়েছে উত্তর প্রদেশর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন বলিউটের বেশ কয়েকজন তারকাও। যোগী আদিত্যনাথের সঙ্গে এদিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আরও ৫২ জন।
যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়েছিল উত্তর প্রদেশের বিরোধী রাজনৈতিক দলের প্রধান অখিলেশ যাদব ও মায়াবতীকে। পাশাপাশি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকেও আমন্ত্রণ জানান হয়েছিল। আগামি দিনে উত্তর প্রদেশের বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখা যেতে পারে অখিলেশ যাদবকে। কারণ তিনি সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে জানিয়েছেন রাজ্যেই তিনি কাজ করতে চান। এখন থেকে তিনি রাজ্য রাজনীতিতেই মন দেবেন বলেও জানিয়েছেন।
আপনি কি ভূত দেখতে চান, তাহলে অবশ্যই যেতে পারেন দেশের এই ৭টি জায়গায়
ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে তেলের ডিপোতে হামলা, সৌদির ভিডিও নিয়ে তোলপাড় নেটপাড়া
রাষ্ট্রপতিকে চিঠি সুশান্ত সিং রাজপুতের ম্যানেজান দিশার পরিবারের, নালিশ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে