- Home
- India News
- লক্ষ্মীর ভাণ্ডারের মতো পাবেন এই ভাতা! ১৮ বছর হলেই মাসে ২১০০ টাকা, আজ থেকেই রেজিস্ট্রেশন
লক্ষ্মীর ভাণ্ডারের মতো পাবেন এই ভাতা! ১৮ বছর হলেই মাসে ২১০০ টাকা, আজ থেকেই রেজিস্ট্রেশন
- FB
- TW
- Linkdin
লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার বর্তমান সময়ের এক জনপ্রিয় প্রকল্প।
প্রতি মাসে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের আওতায় মহিলাদের ১০০০ থেকে শুরু করে ১২০০ টাকা করে দেওয়া হয়।
আগে এই টাকার পরিমাণ ছিল ৫০০ এবং ১০০০ টাকা।
কিন্তু কয়েক মাস আগেই রাজ্য সরকার ঘোষণা করে যে সাধারণ শ্রেণি মহিলাদের মাসে ১০০০ টাকা এবং পিছিয়ে পড়া কিংবা অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হবে।
সরকারের এহেনও প্রকল্পের জেরে বর্তমান সময়ে উপকৃত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা।
তবে এবার ১০০০ বা ১২০০ টাকা অতীত, ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো! হ্যাঁ ঠিকই শুনেছেন।
জানা গিয়েছে মেয়েদের বয়স ১৮ বছর হলেই তারা ২১০০ টাকা করে পাবেন।
রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে।
লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রতি মাসে ২১০০ টাকা করে ঢুকবে মেয়েদের অ্যাকাউন্টে।
মহিলা সম্মান যোজনার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে রয়েছে কিছু শর্ত।
জানা গিয়েছে নথিভুক্ত করার জন্য মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
এতদিন মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব থাকলেও এখন মন্ত্রিসভার বৈঠকে মহিলাদের অ্যাকাউন্টে ২১০০ টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
তবে বাংলায় নয়, এই প্রস্তাব গৃহীত হয়েছে দিল্লিতে। তবে ২৬ সালের বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের মহিলাদের জন্যও চমক থাকবে বলে মনে করা হচ্ছে।