১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুরনো প্যান কার্ড, সময় থাকতে করে নিন এই কাজ
১ জানুয়ারি ২০২৬ থেকে আধার লিঙ্ক না থাকা পুরনো প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।CBDI-র এই নিয়ম না মানলে আয়কর রিটার্ন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগ ও ঋণ পাওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক কাজ আটকে যাবে। জেনে নিন কী করবেন

ফের প্রকাশ্যে এল নয়া তথ্য। ১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুরনো প্যান কার্ড। আয়কর রিটার্ন দাখিল করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং প্রতিদিনই আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, তা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঝুঁকি আছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-র নিয়ম অনুসারে, সমস্ত প্যান কার্ডধারীদের এখন বাধ্য়তামূলক ভাবে প্যান-কে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা হবে। নির্দিষ্ট সময়সীমা মধ্যে এই কাজ না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
এপ্রিল মাসে অর্থ মন্ত্রকে CBDI বিজ্ঞপ্তি নম্বর ২৬/২০২৫-র মাধ্যমে এই আদেশ জারি করেছে। তাই পরবর্তীকালে যে কোনও ধরনের ঝামেলা এড়াতে CBDI এই নির্দেশিকা মেনে চলা জরুরি। তাই সময় থাকতে সচেতন হন। PAN যাতে নিষ্ক্রিয় না হয় সেদিকে খেয়াল রাখুন। আজই আধারের সঙ্গে প্যান লিঙ্ক করান। PAN নিষ্ক্রিয় হলে হতে পারে একাধিক সমস্যা।
PAN নিষ্ক্রিয় হলে কোনও নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এছাড়াও ৫০ হাজার টাকার বেশি নগদ জমা বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন না। তেমনই PAN নিষ্ক্রিয় হলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না।
নাগরিকদের আর্থিক কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা সম্ভব হবে না PAN নিষ্ক্রিয় হলে। ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে না PAN নিষ্ক্রিয় হয়ে গেলে।
PAN নিষ্ক্রিয় হলে আপনি বাড়ি বা যানবাহন কেনা-বেচা করতে পারবেন না। ৫০ হাজার টাকার বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা লেনদেন কারও অসম্ভব হবে PAN নিষ্ক্রিয় হলে। তেমনই ব্যবসা পরিচালনার জন্যও একটি সক্রিয় PAN থাকা দরকার।

