সংক্ষিপ্ত
গাড়ির ডিকি থেকে গুচ্ছ গুচ্ছ জাল নোট ছুড়ে রাস্তায় ফেলছেন অপর তিনজন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তাঁকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।
মঙ্গলবার হরিয়ানার গুরগাঁওয়ে ইউটিউবার জোরাভার সিং কলসিকে গ্রেফতার করল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও-এর জেরেই গ্রেফতার করা হয় কলসি ও তাঁর তিন সঙ্গীকে। গল্ফ কোর্স রোড থেকে মঙ্গলবার রাতে এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাশ ড্রাইভিং-সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এই ইউটিউবার। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাঝরাতে গল্ফ কোর্স রোডে অতি দ্রুত গাড়ি চালাচ্ছেন এই ইউটিবার। এবং গাড়ির ডিকি থেকে গুচ্ছ গুচ্ছ জাল নোট ছুড়ে রাস্তায় ফেলছেন অপর তিনজন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তাঁকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।
কালসি এবং তাঁর বন্ধুদের গ্রেফতার করে সুশান্ত লোক থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে আইপিসির ধারা ২৭৯ (রাশ ড্রাইভিং), ৩৩৬ (জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার কাজ) এবং ২৮৩ (জনসাধারণের পথে বাধা) এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশের মতে, কলসি ২ মার্চ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল পোস্ট করেছিলেন যেখানে তিনি এবং একজন সহযোগী শহীদ কাপুর-অভিনীত ওয়েব সিরিজ 'ফরজি' থেকে একটি দৃশ্য পুনঃনির্মাণ করছেন। কালসি সঙ্গীকে তাঁদের চলন্ত গাড়ি থেকে গলফ কোর্স রোডের আন্ডারপাসে জাল নোটগুলি ছুড়তে থাকে।