সংক্ষিপ্ত
মোদী এদিন বলেন স্বামী বিবেকান্দের সঙ্গে কর্নাটনের গভীর সম্পর্ক ছিল। স্বামীজি একাধিকবার এই রাজ্যে এসেছিলেন। তিনি বলেন বর্তমানে দেশের মহিলারাও পিছিয়ে নেই।
কর্নাটকের হুবলিকে জাতীয় যুব উৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উদ্বোধনী ভাষণে কন্নড় ভাষায় কথা বলেন। তারপরই তিনি বলেন ২০২৩ সালের যুব উৎসব বিশেষ অর্থ বহন করে। কারণ এবার গোটা দেশেই স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে। তারই মধ্যে এই অনুষ্ঠান দেশের যুব সম্প্রদায়ের ওপর আরও দায়িত্বভার তুলে দেয়। কারণ স্বামী বিবেকানন্দ আরও দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা।
মোদী এদিন বলেন স্বামী বিবেকান্দের সঙ্গে কর্নাটনের গভীর সম্পর্ক ছিল। স্বামীজি একাধিকবার এই রাজ্যে এসেছিলেন। তিনি বলেন মাহিশোরের মহারাজা তাঁদের মধ্যে পড়ে যারা বিবেকানন্দকে শিকাগো ধর্ম মহাসম্মেলনে যেতে যাহায্য করেছিলেন। তিনি বলেন স্বামীদের আদর্শ এক ভারত শ্রেষ্ঠ ভারতের সঙ্গে মিলে যায়। তিনি বলেন স্বামীজির কথা স্মরণ করেন।
এদিন মোদী বলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যুবকদের ইচ্ছে থাকলে রাষ্ট্র গঠন অনেক সহজ হয়ে যায়। কর্নাটকের বাসিন্দারাও স্বামীজি আদর্শ মেনে চলেন। তিনি বলেন কর্নাটকের অনেক যুবক রয়েছেন যাঁরা অল্প বয়সেই অনেক আত্মত্যাগ করেছেন। এদিন মোদী কর্নাটনের রানী চিন্নামার কথা উল্লেখ করেন। তিনি বলেন এই মহিলার দেশের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম। তিনি বলেন যুব সম্প্রদায়ের দেশের ভবিষ্যৎ। তিনি বলেন যুব সম্প্রদায়ই দেখিয়ে দেয় একটি দেশ কি করতে পারে। এদিন প্রধানমন্ত্রী ল্যান্স নায়েক হনুমান থাপ্পার কথা স্মরণ করেন। তিনি বলেন প্রবল ঠান্ডায় সিয়াচেন সীমান্ত রক্ষার জন্য তিনি টানা ৬ দিন সেখানে ছিলেন। কর্নাটকের আরও সফল ব্যক্তিদের কথা এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরেন। তিনি বলেন কৃষির ক্ষেত্রে ভারতের প্রথম দেশ। বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রেও দেশ উন্নত হয়েছে। যা আগামী দিনে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে গ্রাম থেকে শহর সর্বত্রই যুব শক্তির প্রাধান্য চোখে পড়ছে। তিনি বলেন বর্তমানে দেশের মহিলারাও পিছিয়ে নেই। সর্বক্ষেত্রেই তারা সাফল হচ্ছে। এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজ্ঞান, গণিতে ভারতীয় যুব সম্প্রদায়ের সাফল্যের কথাও তুলে ধরেন। বলেন এই সাফল্য গোটা দেশের। বর্তমানে ভারত একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে রয়েছে। আর তার সাফল্য নির্ভর করছে ভারতের যুব শক্তির ওপর। তিনি বলেন বর্তমান ভারতে যুবকদের সংখ্যা সবথেকে বেশি। যা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যুব শক্তিও আগামী ২৫ বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত হয়। স্থানীয় এক বাসিন্দা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য তাঁর গাড়ির কাছে চলে আসে। আর সেই সময় মোদী ছিলে গাড়ির বাইরে। রানিং বোর্ডে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন জনতার উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর যাত্রাপথ ছিল বিমানবন্দর থেকে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত। গোটা রাস্তা জুড়েই ছিল উৎসাহী জনতার ভিড়। দীর্ঘক্ষণ সেই রাস্তা জুড়েই ফুল-সহ একাধিক উপহার নিয়ে অপেক্ষা করেছিলেন। যদিও এদিন মোদীর যাত্রাপথ ঘিরে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুনঃ
কর্নাটকে যুব উৎসবের সূচনা মোদীর হাতে, রাস্তাতেই উৎসায়ী জনতার উষ্ণ অভ্যর্থনা
আরও কনকনে ঠান্ডার পূর্বাভাস দিলেন আবহাওয়া বিজ্ঞানী, দেশের সমভূমির তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্কের নিচে