২০২৫ সালের Zero shadow day দিন কবে? জেনে নিন এই বিরল ঘটনা দেখবেন কীভাবে?
Zero shadow day: বেঙ্গালুরুতে ২৪শে এপ্রিল দুপুর ঠিক ১২.১৭ মিনিটে শূন্য ছায়ার ঘটনা দেখা যাবে। কর্কটক্রান্তি রেখার নীচে অবস্থিত ভারতের সব অঞ্চলেই শূন্য ছায়ার ঘটনা দেখা যাবে। বেঙ্গালুরুতে, সাধারণত ২৪-২৫ এপ্রিল ছায়াশূন্য দিন হয়।

বিরল জ্যোতির্বিদ্যাগত ঘটনা:
ছায়াশূন্য দিন হল বছরে মাত্র দুবার ঘটে এমন একটি বিরল জ্যোতির্বিদ্যাগত ঘটনা। একে ছায়াশূন্য দিন বা শূন্য ছায়ার দিন বলা হয়।
বেঙ্গালুরুতে ২৪শে এপ্রিল দুপুর ঠিক ১২.১৭ মিনিটে শূন্য ছায়ার ঘটনা দেখা যাবে বলে জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের (IIA) বিজ্ঞানীরা। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে তখন 'শূন্য ছায়া'র ঘটনা দেখা যাবে।
ছায়াশূন্য দিন কী?
বছরে নির্দিষ্ট কিছু দিনে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন বস্তুর ছায়া সরাসরি তার নীচেই পড়ে। ছায়াশূন্য এই ঘটনা বছরে মাত্র দুদিন দেখা যায়। ছায়াশূন্য দিন বলে সারাদিন ছায়া থাকে না, তা নয়। নির্দিষ্ট সময়েই কেবল ছায়া থাকে না।
শূন্য ছায়ার ঘটনা কোথায় দেখা যাবে?
বেঙ্গালুরু, চেন্নাই, ম্যাঙ্গালোর সহ কর্কটক্রান্তি রেখার নীচে অবস্থিত ভারতের সব অঞ্চলেই শূন্য ছায়ার ঘটনা দেখা যাবে বলে জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের জনসংযোগ ও শিক্ষা (SCOPE) বিভাগের প্রধান নিরুজ মোহন রামানুজন।
বেঙ্গালুরুতে ছায়াশূন্য দিন:
বেঙ্গালুরুতে, সাধারণত ২৪-২৫ এপ্রিল ছায়াশূন্য দিন হয়। আবার ১৮ই আগস্টও ছায়াশূন্য দিন হবে বলে জানিয়েছেন রামানুজন।

