সংক্ষিপ্ত
বয়স তাদের ১০ বছরেরও কম। চিনের হংকং-এ এরকম অন্তত ২,০০০-এর বেশি কোভিড সংক্রামিত শিশুদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাদের বাবা-মায়েদের থেকে।
ভারতের কোভিড-১৯'এর প্রকোপ অনেকটাই কমে গেলেও, বিশ্বের বিভিন্ন জায়গার মতো হংকং-ও এখন ফের কোভিড সংক্রমণ বৃদ্ধির মোকাবিলা করছে। আর তা করতে গিয়েই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভয়ঙ্কর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে হংকং শহরের এক দাতব্য সংস্থা। তাদের অভিযোগ, গত একমাসে, ১০ বছরের কম বয়সী অন্তত ২,০০০-এর বেশি কোভিড সংক্রামিত শিশুদের তাদের বাবা-মায়েদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।
বাবা-মায়েদের থেকে বিচ্ছিন্ন শিশুরা
জানা গিয়েছে, শিশুদের থেকে যাতে তাদের বাবা-মায়েরা সংক্রামিত না হন, সেই কারণেই হংকং শহর কর্তৃপক্ষ এই অমানবিক সিদ্ধান্ত নিয়েছে। কোভিড সনাক্ত হওয়ার পরই ওই শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তারপর থেকে তাদের আর কোনও খোঁজ খবর পাচ্ছেন না তাদের বাবা-মায়েরা। গত ছয় সপ্তাহ ধরে এমনটা চলে আসছে।
সাংসদ, চিকিৎসক এবং মানসিক স্বাস্থ্য সংস্থা
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের কারণে কোয়ারেন্টাইন এবং চিকিত্সার সময় সংক্রামিত শিশুদের যাতে তাঁদের বাবা-মায়েদের কাছ থেকে আলাদা না করা হয় তার জন্য সরকারের কাছে একটি আবেদন জমা পড়ার পরই, এই বিষয়টি সামনে আসে। হংকং-এর এক সাংসদ, একজন চিকিৎসক এবং মানসিক স্বাস্থ্য সংস্থা 'মাইন্ড হংকং', যৌথভাবে ওই আবেদন করেছিল।
বাড়ছে উদ্বেগ, মানসিক চাপ
মাইন্ড হংকং-এর কার্যনির্বাহী চেয়ারম্যান ডাক্তার লুসি লর্ড জানিয়েছেন, গত পাঁচ-ছয় সপ্তাহে ২,০০০-এরও বেশি সংক্রামিত শিশুদের, তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশেরও বেশি স্থানীয় পরিবার। হাসপাতালে ভর্তির পর থেকে শিশুদের সঙ্গে যোগাযোগ না থাকায় তাদের বাবা-মায়েদের উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে, ওই শিশুদের মনের উপরও চাপ পড়ছে।
গোটা বিশ্বেই তীব্র সমালোচনা
ঠিক কতজন শিশুকে এই ভাবে বাবা-মায়েদের থেকে আলাদা করা হয়েছে, এর কোনও সরকারী হিসাব পাওয়া যায়নি। তবে, হাসপাতালগুলির পক্ষ থেকেও, এই বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলির উদ্বেগ কীভাবে দূর করা যায়, তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নির্দেশনা চেয়েছে। বিষয়টি সামনে আসার পর, এই অমানবিক পদক্ষেপ নিয়ে, গোটা বিশ্বেই তীব্র সমালোচনা হচ্ছে।
ভয়ঙ্কর অবস্থা সাংহাই-এর
অন্যদিকে ভয়ঙ্কর অবস্থা চিনের আরেক শহর সাংহাই-এর। চিন মঙ্গলবার মোট ৬,৮৮৬ টি কোভিড-১৯ সংক্রামণের ঘটনা রিপোর্ট করেছে। এর মধ্যে ৪,৪০০ টিরও বেশি কেস সাংহাইয়ে সনাক্ত করা হয়েছে। চিনা কর্তৃপক্ষ ইতিমধ্যেই শহরকে দুই ভাগে ভাগ করে কয়ারেন্টাইন জারি করছে। তবে, আরও কড়া কোভিড বিধি জারির উদ্বেগ ছড়িয়েছে। সুপারমার্কেটগুলিতে কেনাকাটার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বেশ কিছু সুপারমার্কেটের সব তাক খালি হয়ে গিয়েছে।