সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিন জন জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁরা হলেন ইয়েশিহিদে সুগা, সিনজো আবে ও ইয়োশিরো মোরি । 

মাত্র দুই দিনের জাপান সফরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই  অল্প সময়ের মধ্যে দেশের বর্তমান ও প্রাক্তন  সবমিলিয়ে চার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। মঙ্গলবার টোকিওয়েত বর্তমান জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক  বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তিনি জাপানের তিন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিন জন জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁরা হলেন ইয়েশিহিদে সুগা, সিনজো আবে ও ইয়োশিরো মোরি । ভারত - জাপান সম্পর্কের উন্নয়নের  জন্য তিনি তিন প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁদের সঙ্গে ব্যক্তিগত মত বিনিময় করেছেন। তুলে ধরার চেষ্টা করেছেন ব্যক্তিগত রসায়নকে। 

ইয়োশিরো মোরি জাপান-ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারপার্সেন। খুব তাড়াতাড়ি এই দায়িত্বভার গ্রহণ করবেন শিনজো আবে। এই সংস্থাটি ১৯০৩ সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটি জাপানের প্রাচীনতম সংগঠনের একটি । প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতির ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে সম্পর্কে আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন। তাই তিনি এই সংগঠনের বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করেছেন। 

শিনজো আবেকে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে তার ওপর নজর দেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যদিকে সুগার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা ২০২১ সালে ওয়াশিংটনে প্রথম কোয়াড সামিটে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য কোয়াড সামিটে যোগদান করলেন। জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্র প্রধানরাও উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। চারটি দেশের কৌশলগত ও বৈশ্বয়িক সম্পর্ক যাতে আরও উন্নত হয় তার জন্যই আলোচনা চলছে। সেখানে ভারতের অবস্থান তুলে ধরছেন প্রধানমন্ত্রী মোদী। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে জাপানে গেছেন। কৌশলদগত ইন্দো-প্যাসিফির অঞ্চল নিয়ে আলোচনা সভায় যোগদেন তিনি। টোকিওতে অবতরণ করেই তিনি বলেছেন এই সফর কোয়াড সামিট , সহকর্মী কোয়াড নেতাদের সঙ্গে সাক্ষাৎ, জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে ও প্রানবন্ত ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ তিনি পাবেন। জাপানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি সভাতেও ভাষণ দিয়েছেন তিনি। কথা বলেছেন ছোট ছোট শিশুদের সঙ্গেও