সংক্ষিপ্ত
- আখের খেতে আখ চুরি করে খাচ্ছে বাচ্চা হাতি
- ধরা পড়তেই খুঁটির পিছনে লুকিয়ে পড়ে হাতিটি
- এমন ঘটনা ঘটল থাইল্যান্ডে
- ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল
এর আগে হাতিকে বহুবার শষ্য খেতে ঢুকে পড়ে তছনছ করতে দেখা গিয়েছে। হাতির পালের তান্ডব দেখতেই মানুষ এখন অনেক বেশি অভ্যস্ত। আগে এমনটাও একবার দেখা গিয়েছিল বস্তা থেকে সবজি লুট করে খাচ্ছে হাতি। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। একটা ছোট্ট হাতি আখের খেত থেকে আখ চুরি করে খাচ্ছিল। ঠিক সেই সময়েই দেখে ফেলে সেখানকার স্থানিয় বিসান্দারা। আর সেই লোকজন দেখা মাত্রই সে লুকিয়ে পড়ে একটি খুঁটির পিছনে। লোকানোর জন্য সে যে সরু খুঁটিটা বেছে নিয়েছে তার পিছন থেকে তাঁকে প্রায় সম্পূর্ণই দেখা যাচ্ছে। বাচ্চা হাতিটির এই কান্ড দেখে রীতিমতন হাসাহাসি শুরু হয়ে যায় সেখানে। থাইল্যান্ডের এই ছোট্ট হাতিটির ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
#ไม่เห็นเลยจริงๆ #หลบเป้ปเจ้าหน้าที่มา นิ่งๆเดี๋ยวเจ้าหน้าที่เห็น ไปแล้วค่อยกินอ้อยต่อ
Posted by วีรวัฒน์ พรหมเมือง on Sunday, 15 November 2020
তবে হাতিরা আখ খেতে ভালোই বাসে, এতে নতুনত্ব কিছু নেই। এর আগেও হাতির আখ চুরি করে খাওয়ার ছবি বহুবার দেখা গিয়েছে। আগে একবার এমনই হাতির আখ চুরি করে খাওয়ার ছবি প্রকাশ্যে এনেছিলেন ভারতীয় বনদফতরের অফিসার সুশান্ত নন্দা। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন। তবে এই ছোট্ট হাতিটি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।