গ্যালওয়ান সংঘর্ষ নিয়ে প্রশ্ন  শহিদদের অবমাননা করা অভিযোগ  চিন সরকার আটক করে ৩ জনকে  চিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা   

গ্যালওয়ান সংঘর্ষে চিনের পিপিলস লিবারেশন আর্মির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর তাতেই শি জিংপিং সরকার হাতে হাতকড়া পরাল তিন ব্লগারকে। চিনের রাষ্ট্রপরিচালিত গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সঙ্গে গ্যালওয়ান উপত্যকায় সংঘর্ষে নিহত পিপিলস লিবারেশন আর্মির নায়কদের নিয়ে দুইব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তুলেছিলেন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সিয়েচেন প্রদেশের এক ব্লগারও চিনা সেনা বাহিনীকে নেয়ি সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তুলেছিল। তাকেও গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। দিন কয়েক আগেই বেজিং জানিয়েছিল গ্যালওয়ান সংঘর্ষে চার জন সেনার মৃত্যু হয়েছিল। একদিন পর থেকেই গ্যালওয়ান সংঘর্ষে মৃত চিনা সেনাদের মিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য তিন জনকে আটক করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানান হয়েছে। 

ম্যাসেজিং চ্যাট ও ওয়েচ্যাটে মন্তব্য করার জন্য দ্বিতীয় ব্লগারকে আটক করা হয়েছিল বেজিং থেকে। তাঁর নাম চেন্নাম চেন বলেও দাবি করা হয়েছে। তিনিও গ্যালওয়ানে নিহত শহিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি চিনা সেনার ভূমিকা ও প্রশান কেন নীরব ছিল তা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে।