বরফে ঢাকা উপত্যকায় স্লেজ করছে কুকুর প্লাস্টিকের গাড়িতে চড়ে একাই স্লেজ করছে কুকুরের বুদ্ধিমত্তায় মাত নেট দুনিয়া সেলিব্রিটিরাও কুর্নিশ জানাচ্ছে কুকুরটিকে  

নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ১৫ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজেই স্লেজ গাড়িতে চেপে বসে বরফের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কুকুরটি।

আরও পড়ুন: আজও দাপিয়ে ব্যাটিং শীতের, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে

আক্কিটুইটস নামে এক ট্যুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "আজকে দেখা এটাই সেরা জিনিস।" সত্যি এমন ভিডিও দেখলে মন ভাল হয়ে যায়। 

Scroll to load tweet…

ভিডিওতে দেখা যাচ্ছে বরফে ঢাকা এলাকায় নিচু থেকে উঁচুতে দৌড়তে দৌড়তে উঠে আসছে একটি কুকুর। মুখে রয়েছে একটি প্লাস্টিকের স্লেজ। এরপর স্লেজটিকে রেখে তার উপরে চড়ে বসে নিচের দিকে নামতে শুরু করল স্মার্ট কুকুরটি। বরফের মাঝে স্লেজ করতে যা বেশ ভাল লাগছিল তা তার হাবভঙ্গিতেই বেশ বোঝা যাচ্ছিল।

ভিডিওটিতে প্রকাশ্যে আসতেই ক্রমেই বেড়ে চলেছে লাইক ও কমেন্টের সংখ্যা। কুকুরটির বুদ্ধিমত্তা থেকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা। 

কেবল টেনিজেনদের প্রশংসাই নয় সেলিব্রিটিদের দৃষ্টিও আকর্ষণ করে ফেলেছে এই স্মার্ট সারমেয়। ভিডিওটি রিট্যুট করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। লিখেছেন, "স্মার্ট ফোনের থেকে স্মার্ট কুকুর অনেক ভাল।"

Scroll to load tweet…

কুকুরটির কেরামতিতে মাত হয়েছেন হলিউড অভিনেতা ক্রিস ইভান্সও।

আরও পড়ুন: নাগরিকত্ব আইন স্বপ্ন দেখাচ্ছে ওঁদের, ওয়াঘা পেরিয়ে ভারতীয় হওয়ায় ইচ্ছা ২০০ জন পাক হিন্দুর

তবে কেবল এই স্মার্ট কুকুর নয় একটি স্মার্ট কাকেরও সন্ধান পাওয়া গেছে। যে বরফে ঢাকা একটি বাড়ির ছাদে গোলাকৃতি একটি জিনিস দিচ্ছে স্লেজ করার আনন্দে মেতেছে। নেট দুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই তাও ভাইরাল হয়ে গিয়েছে। 

Scroll to load tweet…