সংক্ষিপ্ত
- ফ্লোরিডার সৈকতে সন্ধান মিলল বিশাল আকৃতির মাছের
- মাছটির ওজন প্রায় ৩৫০ পাউন্ড
- বয়স প্রায় ৫০ বছর
- এটি 'ওয়ারশ গ্রুপার' মাছ
ফ্লোরিডার এক মৎস্যজীবী ধরে ফেললেন ৩৫০ পাউন্ড ওজনের একটি মাছ। যাকে ঘিরে এখল তোলপাড় মার্কিন মুলুক। মাছটির বয়স প্রায় ৫০ বছর। এটিই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বেশি বয়সের 'ওয়ারশ গ্রুপার' মাছ বলে দাবি করছেন ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
আরও পড়ুন : তাইকন্ডোতে মুন্সিয়ানা, বিশ্বরেকর্ড গড়ল হায়দরাবাদের ৫ বছরের খুদে
গত বছরের ২৯ ডিসেম্বর ফ্লোরিডার সমুদ্রে ধরা পড়ে এই দৈত্যাকার মাছটি। জেসন বয়েল নামের এক মৎস্যজীবীর বড়শিতে ধরা দেয় সে। মাছ ধরতে গিয়ে প্রবীণতম গ্রুপার মাছকে বন্দি করে ফেললেন তিনি।
দেখুন ভিডিও: আসছে প্রজাতন্ত্র দিবস, কনকনে ঠান্ডার মধ্যেই রাজধানীর রাজপথে শুরু হয়ে গেল প্রস্তুতি
এফডব্লুআরআই-এর ফেসবুকে সম্প্রতি মাছটির ছবি পোস্ট করা হয়েছিল। ছবিতে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির তুলনাতেও মাছটি ছিল বৃহত আকৃতির।
মৎস্য বিজ্ঞানীরা জানিয়েছেন, কম বয়সি ওয়ারশ গ্রুপার মাছ সৈকতের কাছাকাছি কম জলে পাওয়া গেলেও বেশি বয়সের মাছগুলি ১৮০ থেকে ১৭০০ ফুট গভীরেই বসবাস করে। তাই এগুলিকে সহজে ধরা যায় না। এই ওয়ারশ গ্রুপার মাছগুলির ওজন ৫৭০ পাউন্ড বা ২৫৮ কোজি পর্যন্ত হতে পারে।