সংক্ষিপ্ত
কোনও প্রবাসী ভারতীয় যেন নিরাপত্তার অভাব বোধ না করেন, এমনই আশ্বাস পোল্যান্ডে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের। এশিয়ানেট নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন শেল্টার হোমের তদারকিতে সাহায্য করছেন প্রবাসী ভারতীয়রা।
পোল্যান্ডে ইউক্রেন থেকে আসা সব ভারতীয়দের পাশে রয়েছে নরেন্দ্র মোদী সরকার। কোনও প্রবাসী ভারতীয় যেন নিরাপত্তার অভাব বোধ না করেন, এমনই আশ্বাস পোল্যান্ডে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের। এশিয়ানেট নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন শেল্টার হোমের তদারকিতে সাহায্য করছেন প্রবাসী ভারতীয়রা। এদের সঙ্গে সঙ্গে বেশকিছু পোলিশও এসে সাহায্য করছেন।
এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে ভি কে সিং-এর। তাই এশিয়ানেট নিউজ-এর মুখোমুখি হয়েই এদের সকলকে ধন্যবাদ ও অভিবাদন জানালেন ভি কে সিং। শেল্টার হোমের প্রতিটি প্রয়োজনীয় বিষয়ে নজর রাখা এবং এখানে আসা ভারতীয়দের সাহায্য করার কাজ করছেন এরা। এমনকী খাবার আনা, তা পরিবেশন করা, শেল্টারহোম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা- সমস্ত কাজেই হাত লাগিয়েছেন প্রবাসী ভারতীয়দের এই স্বেচ্ছাসেবকদের দল। পোল্যান্ডে এমনভাবে প্রবাসী ভারতীয়দের সাহায্য মিলবে তা ভাবতে পারেননি তিনি বলে জানান এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
ভি কে সিং নিজে একটা সময় দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। সেখান থেকে আজ মন্ত্রীর পদে। এক প্রাক্তন সেনা কর্তা হিসাবে যুদ্ধ ক্ষেত্র এবং তাতে তৈরি হওয়া উদ্ভুত পরিস্থিতি, আর সর্বোপরি সেখানে আটকে থাকা সাধারণ মানুষের উদ্ধারকাজ- তাঁর কাছে অপরিচিত নয়। ভি কে সিং ভালো করেই জানেন যে এমন পরিস্থিতিতে কীভাবে কাজ করলে সমস্ত দেশবাসীকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হতে পারে। আপাতত হাতের কাছে যে সব মানুষ রয়েছেন তাদের নিরাপদে দেশে ফেরত নিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। এশিয়ানেট নিউজকে দেওয়া সাক্ষাতকারে ঠিক সেই কথাই তুলে ধরেন ভিকে সিং।
ইউক্রেন ওয়ার জোনে এশিয়ানেট নিউজ। যুদ্ধক্ষেত্রের এক্সক্লুসিভ কভারেজ। এক্সক্লুসিভ কভারেজে ভারতীয়দের উদ্ধার অভিযান। পোল্যান্ড-ইউক্রেনের সীমান্তে এশিয়ানেট নিউজ। ভারতীয়দের রাখা শেল্টার হোমের এক্সক্লুসিভ ফুটেজ উঠে এসেছে এশিয়ানেট নিউজের পাতায়। সরকারি হিসাবে ইউক্রেনে অন্তত ২০ হাজার ভারতীয় আটকে রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ জনই ছাত্র-ছাত্রী। যারা ইউক্রেনে বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন।
আপাতত এরা যে কোনও উপায়ে ইউক্রেন লাগোয়া দেশগুলিতে চলে যাওয়ার চেষ্টা করছেন। আর সেই সব দেশ থেকেই ভারতীয় ছাত্রদের উদ্ধার করে প্লেনে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই কাজের তদারকির জন্য এই সব দেশে দেশের কয়েক জন মন্ত্রীকেও পাঠানো হয়েছে। পোল্যান্ডে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং। যিনি আবার দেশের সেনাবাহিনীর প্রধানও ছিলেন একটা সময়ে।