করোনার টিকা নিলেন জো বাইডেন  দেশবাসীকে উদ্বুদ্ধ করতেই তাঁর এই সিদ্ধান্ত কী বললেল আমেরিকার ভাবী প্রেসিডেন্ট এই বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া কি

করোনাভাইরাসের আবহে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে টিকা নিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসকদের কাছ থেকে টিকা নেওয়ার সেই ভিডিও সরকারি দেখা গেল টেলিভিশনের পর্দায়। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ে পর, করোনা ভ্য়াকসিন নিয়েও হারালেন ডোনাল্ড ট্রাম্পকেও।

আরও পড়ুন-বড়দিনে কৃষকদের নগদে সাহায্য, সেই সঙ্গে পাশে থাকার বার্তা দেবেন প্রধানমন্ত্রী

আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ৭৮ বছরের জো বাইডেন লাইভে টিকা গ্রহণ করেন। সেই ভিডিও ট্যুইট করে বাইডেন লেখেন, ''যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন সেই সব বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রিয় আমেরিকাবাসী আপনাদের চিন্তার কারন নেই। ভ্য়াক্সিন বাজারে এলে আপনারাও নিতে পারবেন''।

Scroll to load tweet…

অন্যদিকে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন নিজের মেজাজেই। করোনা আবহে এখনও তিনি টিকা নেননি। আদৌ তিনি নেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। লাইভে করোনা টিকা গ্রহণের পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বার্তা দেন জো বাইডেন।