সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জার্মানিতে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জার্মানিতে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেছেন। একটি ফোটো সেশসনে প্রধানমন্ত্রী মোদীকে দেখতে পেয়ে নিজেও এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেছেন জো বাইডেন। সেই সময়ই প্রধানমন্ত্রী মোদী কথা বলছিলেন ট্রুডোর সঙ্গে। অন্যদিকে বৈঠকের ফাঁকের ফ্রান্সের প্রধান ম্যাক্রোঁর সঙ্গে চা খেতেও দেখা গেছে তাঁদের। সূত্রের খবর দুই দেশের রাষ্ট্রপ্রধান সেই সময় বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা সারেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G7 সামিটে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জার্মানির রাষ্ট্রপতি ওলাফ স্কোলজ। মোদী জার্মানিতে যাওয়ার পর তিনি তাঁকে স্বাগত জানান। সেই বৈঠকেই বাকি G7 সদস্যদেশগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য রাশিয়ার ওপর চাপ বাড়ানো হতে পারে বলে বিশ্বের প্রথম সাত অর্থনীতির দেশ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাশিয়ার তেল দামও নির্ধারণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সোমবার এক সিনিয়ার কর্মকর্তা তেমনই জানিয়েছেন। 

রবিবার প্রধানমন্ত্রী মোদি  G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসরের পর্যালোচনা করেন। এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, কৃষি, জলবায়ু পদক্ষেপ এবং খাদ্য নিরাপত্তার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে জার্মানি গেছেন। রবিবার প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন ভারতের বাসিন্দাদের মানসিকতা অনেকটা বদলে গেছে। বর্তমান ভারতের মানসিকতা হল নির্ধারিত সময়ে কোনও কাজ করতে হবে। যে কোনও কাজ করার বিষয়ে তৎপর। প্রগতি আর বিকাশের জন্য মুখিয়ে রয়েছে। নিজের স্বপ্ন সার্থক করতে রীতিমত উদ্যোগী ভারত। বর্তমান ভারত নিজের সামর্থ আর নিজের ওপর ভরসা করতে। আর সেই কারণেই ভারত পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে। কোভিড ভ্যাকসিনের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।