সংক্ষিপ্ত

Douglas County Sheriff- এর এক অফিসার ওই কুকুরটিকে উদ্ধার করেছিলেন। তিনিই একটি ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে। 

গাড়িতে (Burning Car) আচমকাই লেগে গিয়েছিল আগুন (Fire)। এদিকে তার মধ্যেই আটকে পড়েছিল একটি সারমেয় (Dog)। কিন্তু, এই অবস্থায় গাড়ি থেকেই বেরোতে পারছিল না সে। এরপর তাকে কোনওরকমে সেখান থেকে উদ্ধার করেন পুলিশকর্মীরা (Police Personel)। এরপর কীভাবে ওই গাড়ি থেকে সারমেয়কে উদ্ধার করেন তাঁরা সেই অভিজ্ঞতা শেয়ার করেন। সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর এই ভিডিও দেখে পুলিশকর্মীদের প্রশংসা করেছেন নেটিজেনরা। পুলিশকর্মীদের হিরো বলে সম্বোধন করেছেন অনেকেই। যেভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দ্রুত গতিতে ওই কুকুরটির প্রাণ তিনি রক্ষা করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

Douglas County Sheriff- এর এক অফিসার ওই কুকুরটিকে উদ্ধার করেছিলেন। তিনিই একটি ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে। ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে ওই পুলিশ অফিসার লিখেছিলেন, বেশি কিছু বলার দরকার নেই। এই ভিডিওই সব কথা বলে দেবে। সকলের জন্য ভয়ঙ্কর একটি পরিস্থিতির কী অভূতপূর্ব সমাপ্তি হয়েছে। ফেসবুকের ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি পুলিশের গাড়ি অন্য একটি গাড়ির দিকে ছুটে যাচ্ছে। দ্বিতীয় গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বোঝা যায় যে গাড়িতে আগুন লেগেছে। তারপর গাড়ির কাছে গিয়ে তাঁরা দেখতে পান যে সেখানে একটি কুকুর আটকে রয়েছে। কোনওভাবেই সেই গাড়ি থেকে সে বের হতে পারছে না। ধীরে ধীরে তার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল। এরপর কোনওরকমে অল্প সময়ের মধ্যেই গাড়ি থেকে বের করে আনেন কুকুরটিকে। উদ্ধারকাজের সময় ওই পুলিশ আধিকারিকের মনের অবস্থা ঠিক কেমন ছিল, তিনি ঠিক কী অনুভব করছিলেন, সেই সব নিয়েও বিস্তর আলোচনা রয়েছে ওই ভিডিওতে। জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম মাইকেল গ্রিগরেক। নিজেকে ডেপুটি বলে পরিচয় দিয়েছেন তিনি।

আরও পড়ুন- মাঝ আকাশে যাত্রীদের সঙ্গে বিমানে সওয়ার সাপ, জরুরি অবতরণ উড়ানের

আরও পড়ুন- ১৮-র সুন্দরীকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড পাক রাজনীতিবিদ আমির লিয়াকত

পুলিশের ওই ডেপুটি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরে তিনি ভাবেননি যে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন যে আগুন লেগে যাওয়ায় গাড়ির ভিতর আটকা পড়েছে একটি অসহায় প্রাণ। কুকুরটিকে ওই অবস্থায় দেখে প্রথমেই মাইকেল ঠিক করে নেন যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। সেই মতোই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন তিনি। তারপর কোনওরকমে তাকে গাড়ি থেকে বের করেন। আর এই ভিডিও প্রকাশের পরই ওই পুলিশকর্মীর প্রশংসা করতে দেখা যায় নেটিজেনদের। পাশাপাশি ভিডিওটি দেখে মন ছুঁয়ে গিয়েছে পশুপ্রেমীদের। 

আরও পড়ুন- কর্নাটকের হিজাব ইস্যু এবার পা রাখল বিদেশে, কড়া সমালোচনা করল মার্কিন সংস্থা