রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine Crisis) নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র (Chemical Weapon) ব্যবহারের অভিযোগ উঠল রুশ বাহিনীর (Russian Army) বিরুদ্ধে। লুগানস্কে (Lugansk) সাদা ফসফরাস শেল (White Phosphorus Shells) ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ, যাকে নাৎসিরা (Nazi) বলত জ্বলন্ত পেঁয়াজ। 

এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine Crisis) নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র (Chemical Weapon) ব্যবহারের অভিযোগ উঠল রুশ বাহিনীর (Russian Army) বিরুদ্ধে। সেই দেশের এক পদস্থ পুলিশ কর্তার অভিযোগ, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর, লুগানস্কের (Lugansk) পূর্ব দিকের এলাকাগুলিতে ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন অনুসারে অধিক জনবহুল নাগরিক এলাকায় সাদা ফসফরাস শেল (White Phosphorus Shells) ব্যবহার করা নিষিদ্ধ। তবে, ফাঁকা এলাকায়, সৈন্যদের সুরক্ষিত করতে এই শেল ব্যবহার করার অনুমতি দিয়েছে এই আইন।

লুগানস্ক শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পোপাসনা (Popasna)। সেখানকারই পুলিশ প্রধান রবিবার ভোরে অভিযোগ করেছেন, রুশ বাহিনী তাঁর এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। কাকতালীয়ভাবে যে নব্য নাৎসিদের (Neo Nazi) উত্থান ঠেকাতে ইউক্রেনে হামলা করা হয়েছে বলে সাফাই দিচ্ছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), সেই নাৎসি বাহিনীর সঙ্গেই পুতিনের রাশিয়াকে তুলনা করেছেন তিনি। ফেসবুকে এই পুলিশ কর্তা লিখেছেন, নাৎসিরা সাদা ফসফরাস শেলকে 'জ্বলন্ত পেঁয়াজ' (Flaming Onion) বলত। নাৎসিদের সেই জ্বলন্ত পেঁয়াজই 'রুশিসিস্টরা' (রুশ এবং ফ্যাসিস্ট-এর সংমিশ্রণ) তাদের শহরে ফেলছে। 

Scroll to load tweet…

তাঁর এই অভিযোগ এখনও পর্যন্ত যাচাই করা যায়নি। তিনি কোনও প্রমাণও দাখিল করতে পারেননি। নেট দুনিয়ায় একই দাবি করে, কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তবে যুদ্ধের মধ্যে সেগুলির সত্যতাও যাচাই করা যায়নি। পূর্ব ইউক্রেনের লুগানস্ক এবং দনেৎস্ক (Lugansk and Donetsk) অঞ্চলকে সম্মিলিতভাবে ডনবাস (Donbas) বলা হয়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণের নেমে আসার অনেক আগে থেকেই এলাকাটি মস্কো-সমর্থিত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের আংশিক নিয়ন্ত্রণে ছিল। তাই এই এলাকায় রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করাটা বিশেষ লাভজনক নয়। তবে, স্থানীয় ইউক্রেনিয় প্রশাসনের দাবি, যে এলাকাগুলিতে রুশ আক্রমণ হচ্ছে, সেগুলি রাশিয়াপন্থী বিদ্রোহীদের ঘোষিত 'লুগানস্ক এবং দনেৎস্ক প্রজাতন্ত্র' (Republics of Lugansk and Donetsk) এলাকার বাইরে অবস্থিত।

Scroll to load tweet…

দনেৎস্কের সামরিক কমান্ডার পাভলো কিরিলেঙ্কোর (Pavlo Kirilenko) দাবি, শুধু রাসায়নিক আক্রমণ নয়, বেছে বেছে ইউক্রেনিয় অসামরিক নাগরিকদের নিশানা করছে মস্কো। তাঁর অভিযোগ, রবিবার ভোরে ডনবাস থেকে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের (Lviv) দিকে, একটি ট্রেনে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বেশ কিছু অসামরিক নাগরিকদের। সেই ট্রেনেও রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। অসামরিক শরণার্থীদের আশ্রয় দেওয়া, ডনবাসের দুটি অর্থোডক্স গির্জাতেও গোলার আঘাত করা হয়েছে বলে দাবি করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। একটি দনেৎস্ক অঞ্চলের বিখ্যাত স্বিয়াটোগুইর্স্ক গির্জা (Sviatoguirsk Church), অপরটি লুগানস্কের সেভেরোদনেৎস্কের (Severodonetsk) একটি গির্জা। তবে, এই ঘটনাগুলিতে কতজন হতাহত হয়েছেন, তার কোনও বিবরণ এখনও পাওয়া যায়নি।