সংক্ষিপ্ত

ইউক্রেনের যুদ্ধ-অভিশপ্ত বুচা আর ইরপিন গিয়েছিলেন রাষ্ট্র সংঘের মহাসচিব। এই দুটি এলাকায় রুশ সেনার বিরুদ্ধে একাধিক গণহত্যার অভিযোগ তুলেছে ইউক্রেন।

যুদ্ধের ইউক্রেন সফর করলেন রাষ্ট্র সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাশিয়ার আক্রমণের তীব্র নিন্দা করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন ২১ শতকে যুদ্ধ একটি অযৌক্তিক ব্যাপক। যুদ্ধের কোনও প্রয়োজন কোনও দিনও ছিল না। এখনও যুদ্ধের কোনও প্রয়োজন নেই। 

ইউক্রেনের যুদ্ধ-অভিশপ্ত বুচা আর ইরপিন গিয়েছিলেন রাষ্ট্র সংঘের মহাসচিব। এই দুটি এলাকায় রুশ সেনার বিরুদ্ধে একাধিক গণহত্যার অভিযোগ তুলেছে ইউক্রেন। যুদ্ধাপরধের একাধিক তদন্ত শুরু করেছে ইউক্রেন। একাধিক ইস্যু নিয়ে দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক আদালতেও। 

অন্যদিকে এদিন গুতেরস ইউক্রেনের ধ্বংসস্তূপ দেখে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন তিনি তাঁর পরিবারকে সেইঘরগুলির  বাসিন্দাদের সঙ্গে তুলনা করে দেখেছেন যেগুলি রাশিয়ান সেনারা ভেঙে দিয়েছে। তিনি বলেন ২১ শতকে যুদ্ধ একটি অযৌক্তিক বিষয়। যুদ্ধ খারাপ- আর যুদ্ধের কোনও গ্রহণযোগ্যতা কোনও দিন যেমন ছিল না এখনও তেমনও নেই। 

গুতেরেস রাশিয়াকে বুচায় পরবর্তী সফরের সময় আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন তিনি আন্তর্জাতিক আদালতকে পূর্ণ সমর্থন করেন। রাশিয়ান ফেডারেশনকেও আন্তজাকিত আদালতের যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন যুদ্ধের অভিজ্ঞতা এতটাই খারাপ যে তা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখে দেয়। একটি দাগ তৈরি করে। এদিন ইউক্রেন বুচায় গণকরবও দেখিয়েছে গুতেরেসকে। কিয়েভ জানিয়েছে রাশিয়ান সেনারা চলে যাওয়ার পর এই এলাকা থেকে সাধারণ মানুষের নিহর দেহগুলি উদ্ধার করা হয়েছে। 

তবে বুচা আর ইরপিনের রাশিয়ার নৃশংসতা যেখানে গোটা বিশ্বজুড়ে আলোচনাক বিষয় হয়ে উঠেছে সেখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির কথায় বোরোদিয়াঙ্কার পরিস্থিতি আরও খাবার। এখানে প্রবল তান্তব চালাচ্ছে রাশিয়ান সেনারা। বুচা সফরের পর বৃহস্পতিবারই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন রাষ্ট্র সংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। 

রাশিয়ার সেনা বাহিনী বর্তমানে কিয়েভ থেকে নজর সরিয়ে নিয়েছে। তাদের নজর রযেছে দেশটির পূর্ব দিকে। আগেই দখল হয়েছে মারিউপোল। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আবার নতুন করে কিয়েভে দূতাবাস খোলার কথা ঘোষণা করেছেন। রুশ সৈন্য লাভিভে সরে যাওয়ার পরই এই কথা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ইউক্রেন সফরে যাবে রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন।

তবে রাশিয়ার হামলার প্রত্যুত্তর এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনীয় সেনারা সহজে দেশের স্বাধীনতা বিসর্জন দিতে যে রাজি নয় তা আগেই স্পষ্ট করে দিয়েছে। ইউক্রেন সূত্রের খবর ডানবাসে রাশিয়া প্রবল আক্রমণ চালিয়েছে। সেখানে পাল্টা হিসেবে ইউক্রেনীয় সেনা রাশিয়ার ৫০ যুদ্ধ সরঞ্জাম নষ্ট করে গিয়েছে। যার মধ্যে কয়েছে রাশিয়ার ট্যাঙ্ক, আর্টিলারি, সাঁজোয়া গাড়িসহ বেশ কিছু সরঞ্জাম। অন্যদিকে স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের চার পাশে ধ্বংসের চিহ্ন স্পষ্ট।  

সূর্যের তাপে তেরি ফুলকো রুটি , রান্নার গ্যাসও এখন অতীত- ভিডিওটি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়ায়

তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি বিস্তীর্ণ এলাকায়, মে-র আগে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই
মাঝে মাঝেই কান চুলকায়, তাহলে এখন থেকে সাবধান হয়ে যান- নাহলে বড় বিপদ হতে পারে