সংক্ষিপ্ত

গভীর রাত থেকেই একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময় অনেকেই মনে করেছিল এই ভিডিওটি মার্কিনিদের মধ্যে অন্ধ দেশপ্রেম জাগানোর জন্য শেয়ার করা হয়েছে।

 

প্রথম দফায় অবৈধ ভারতীয় অধিবাসীদের (Indians Deported From US) একটি দলকে মার্কিন যুক্তরাষ্ট্র (US)সেনা বাহিনীর বিমানে ফেরত পাঠিয়েছে। কিন্তু যেভাবে ফেরত পাঠিয়েছে তা যথেষ্ট নিন্দনীয়। কারণে হাতে-পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠান হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনায় রীতিমত সরব ভারতীয়রা। লোকসভা উত্তাল হয়েছে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে, মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও। ভিডিওটিতে স্পষ্ট ভারতীয়দের বহিষ্কৃতদের শোচনীয় অচরণ।

USBP প্রধান মাইকেল ডব্লিউ ব্যাঙ্কস X-এ একটি ২৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'সমারিক পরিবহণ ব্যবহার করে এখনও পর্যন্ত সবচেয়ে দূরবর্তী নির্বাচন ফ্লাইট সফলভাবে ভারতে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে ফিরিয়ে আনা হয়েছে। এই  অভিবাসন আইন প্রয়োগের প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে...' তিনি আরও বলেছেন, এটি একটি যুদ্ধের সতর্কতা, 'আপনি যদি অবৈধভাবে প্রবেশ করেন, তাহলে আপনাকে বহিষ্কার করা হবে।'

গভীর রাত থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময় অনেকেই মনে করেছিল এই ভিডিওটি মার্কিনিদের মধ্যে অন্ধ দেশপ্রেম জাগানোর জন্য শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি C-17 পরিবহন বিমানের পিছনের দরজা খোলা হচ্ছে এবং একটি বড় কার্গো প্যালেট লোড করা হচ্ছে, তারপরে অবৈধ অভিবাসীদের একটি দীর্ঘ লাইন। যাদের হাতে ও পা দড়ি দিয়ে বাধা রয়েছে। তাদের প্লেনে তোলা হচ্ছে। দেখুন ভিডিওটিঃ

 

 

ভিডিওটি ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। কারণ বন্দিদের হাতে ও পায়ে শেকল পরা হয়েছিল। সাধারণত কঠিন অপরাধের সঙ্গে যুক্তদের এজাতীয় বেড়ি পরান হয়। যুদ্ধবন্দিদেরও এজতীয় বেড়ি পরান হয়। বেড়ি পরান অবস্থায় ভারতীয়দের টালমাটাল অবস্থায় হাঁটতে দেখা যাচ্ছে।

রাষ্ট্রপতি হওয়ার পরই ডোলান্ড ট্রাম্প অভিবাসন নীতি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। অভিবাসীদের দেশছাড়া করতে বিমান ব্যবহার করছে। ভরতে ১০৪ জন অভিবাসীদের প্রথম দফায় ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে হরিয়ানা ও গুজরাটের ৩৩, পঞ্জাবের ৩০ জন, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের তিন জন আর চণ্ডীগড়ের ২ জন। এই দলে রয়েছেন ১৯ জন মহিল আর ১৩ জন নবালক। যারমধ্যে পাঁচ ও সাত বছরের চার ছেলে ও ২ জন মেয়েও রয়েছে। অনুমান করা হচ্ছে এরা প্রক্যেতেই জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় গিয়েছিল বা যাওয়ার চেষ্টা করেছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।