Operation Sindoor Donald Trump: মধ্যরাতে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। আর তারপরই মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump).  

Operation Sindoor Donald Trump: মাঝরাতেই দেশের নিরাপত্তা বাহিনী ঘটিয়ে ফেলল ‘অপারেশন সিঁদুর'। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেনাবাহিনী (operation sindoor news)। আর তারপরেই হোয়াইট হাউসে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, "এটা খুবই লজ্জাজনক, আমরা এইমাত্র এই বিষয়টি সম্পর্কে শুনলাম। আমি মনে করি, অতীতের উপর ভিত্তি করে মানুষ জানত যে এমন একটা কিছু ঘটতে চলেছে। তারা অনেকদিন, বহু দশক এবং শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি চাই ওদের মধ্যে সমস্যা দ্রুত মিটে যাক।"

Scroll to load tweet…

এদিকে পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গিহানার জবাব যে পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়মতোই দেবে এবং পছন্দের স্থানে দেবে বলে ন‍য়াদিল্লীর তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল, তারই যেন বাস্তব রুপায়ণ হল মঙ্গলবার মাঝরাতn (operation sindoor india)।

আর ঠিক তাই হল মঙ্গলবার রাতে। ভারতীয় সেনার তরফ থেকে এক্স-হ‍্যান্ডলে ঘোষণা করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর'-এর কথা। 

ঠিক কী হয়েছে?

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত (india pakistan conflict latest news)। তবে মধ‍্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কোনও শহরের নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের মোট ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামোকে লক্ষ্য করে একটি ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে (operation sindoor)।

Scroll to load tweet…

মূলত, যে সমস্ত জায়গায় বসে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা করা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই ভারত আঘাত হেনেছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ একদম সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি আমাদের তরফ থেকে। নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।