শেড অ্যাকোরিয়ামের ভিডিও তিমি জন্ম দিচ্ছে শাবকের সেই ভিডিওটি মন কেড়েছে নেটিজেনদের মা ও সন্তানের স্নেহ মন কেড়েছে নেটিজেনদের
তিমি জন্ম দিচ্ছে তার সন্তানের। আর সেই ভিডিও মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। শেড অ্যাকোরিয়াম তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করছে। যেখানে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ভিডিওটি দেখুন আপনার মন ভালো হয়ে যাবে।
শেড অ্যাকোরিয়াম ট্যুইটার ভিডিওটি শেয়ার করার সময় বলেছে অ্যাকোরিয়ামের একটি তিনি একটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। এটি একটি বড় খবর। ২১ অগাস্ট রাত ৮টা ৪২ মিনিটে শাবকটির জন্ম দিয়েছে।
Scroll to load tweet…
তিমিটি যখন সন্তানের জন্ম দিচ্ছিল তখন বেশ কয়েকজন দর্শক ছিল অ্যাকোরিয়ামে। তারা রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করেন। আর শাবকটিও জন্মের পর রীতিমত ছোটাছুটি শুরু করে দেয়। দেখা গেছে তখনও শাবকটি নাড়ি থেকে রক্ত পড়ছিল। জন্মের পর থেকে মা ও সন্তানের স্নেহের অক অনবদ্য মুহূর্তও ধরা পড়েছে শেড অ্যাকোরিয়ামের ক্যামেরায়। যা নিয়ে রীতিম উচ্ছসিত নেটিজেনরা।
Scroll to load tweet…
Scroll to load tweet…
