সংক্ষিপ্ত
- বালির সমুদ্রের নিচের ছবি ভাইরাল নেট দুনিয়ায়
- একটি প্রাণি ঘুরে বেড়াচ্ছে আমপন মনে
- মনে করা হচ্ছে সেটি শিকার ধরার চেষ্টা করছে
সমুদ্রে একেবারে নীচের যেটাকে সি-বেড বলে এবার সেই গভীর সমুদ্রের তলদেশেরই একটি ছবি ভাইরাল হয়েছে। যা মন করে নিয়েছে নেটিজেনদের। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সামুদ্রিক প্রাণী রীতিমত হামাগুড়ি দিচ্ছে। দেখলে মনে হবে সেটি ভয় দেখানোর চেষ্টা করছে। বালির সমুদ্রে থেকেই ভিডিওটি শ্যুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
নেচার ইড স্কেরি নামে এক ব্যক্তির ট্যুইটার হেন্ডেল থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আর তার ক্যাপশানে লেখা হয়েছে বালির সমুদ্রের তলায় একটি অদ্ভূত দেখতে প্রাণির সন্ধান পাওয়া গেছে। আর এটি হস সেই প্রাণী। মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওটি মন কেড়েছে নেটিজেনদের। যদিও সরীসৃপটিকে দেখে মনে হয় এটি মুখ খুলছে আর বন্ধ করছে। যা রীতিমত অকটি অস্বাভাবিক আকার তৈরি হচ্ছে।
বিজ্ঞানীদের কথায় গভীর সমুদ্রে এমন অনেক রহস্য রয়েছে যা আজও সমাধান হয়নি। তেমনই একাধিক প্রাণি রয়েছে যেগুলির এখনও নামকরণ করা হয়নি বা বিষদে সেই প্রাণিগুলি সম্পর্কে জানা যায়নি। তবে এই প্রাণিটির মাংসাশী সমুদ্র স্লাগস। এটির মুখের সামনে একটি ঘোমটা রয়েছে। যা এই প্রাণিটি শিকার ধরার জন্য ব্যবহার করে। এই ছবিটি তোলা হয়েছিল ২০১৬ সালে।