সংক্ষিপ্ত

বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে এক নতুন মাইক্রোব্লগিং সাইট যা কিনা একেবারে টুইটারের যোগ্য বিকল্প। আর এই সাইট কে আনতে চলেছে জানেন ? টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।

টেসলা কর্তার টুইটার কেনা নিয়ে ইতিমধ্যেই হয়েছে নানান বিতর্ক । তিনি টুইটার কিনবেন কি কিনবেন না সেনিয়েও মতবিরোধ ছিল অনেক আগেই। অবশেষে সব জল্পনা কাটিয়ে তিনি যখন বসলেন টুইটারের শীর্ষ পদে। সেখানে বসেই একের পর এক ছাঁটাই করলেন টুইটারের শীর্ষকর্তাদের। ইলনের এই আচরণ ভালো ভাবে নেননি কেউই। কেউ কেউ আবার সেইজন্য তীব্র সমালোচনাতেও বিঁধেছেন টেসলা কর্তাকে। আপনারাও যদি এই বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ থাকেন তাহলে আপনাদের জন্য আছে এক বিশেষ সুখবর।বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে এক নতুন মাইক্রোব্লগিং সাইট যা কিনা একেবারে টুইটারের যোগ্য বিকল্প। আর এই সাইট কে আনতে চলেছে জানেন ? টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। সূত্রের খবর ইতিমধ্যেই চলছে এই নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের বিটা পরীক্ষা। পর পর আরও বেশ কয়েকটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এখন অ্যাপটিকে। জনসাধারণের ব্যবহারের উপযোগী হলেই তা তুরন্ত লঞ্চ করা হবে বাজারে।

মাস্ক টুইটার অধিগ্রহনের এক সপ্তাহ আগেই একথা ঘোষণা করেছিলেন ডরসি। সেদিনের সেই ঘোষণায় তিনি বলেন ," আমার বিকেন্দ্রীভূত সামাজিক অ্যাপটি এখন বিটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রটোকল অনুযায়ী পরবর্তী ধাপের পরীক্ষাও শুরু হবে খুব শীঘ্রই। অ্যাপটির ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটি খুব জটিল হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা এখন সেটি নিয়েই কাজ করছি।" গত মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও জানায় যে , " নেটওয়ার্ক স্থাপন করার জন্য আমাদের এখন অনেকের সাহায্যের প্রয়োজন , আমরা এখন সেই সমন্বয়সাধনের কাজটিই ব্যক্তিগত বিটা দিয়ে শুরু করছি। " এছাড়াও ডরসি আরও জানান , " আমরা বিটা পরীক্ষার সঙ্গে সঙ্গে , প্রটোকল স্পেসগুলিও পুনর্মূল্যায়ন করা শুরু করবো। এটি কিভাবে কাজ করবে সেবিষয়ে বিস্তারিত আমরা জানব। এবং এটি প্রস্তুত হলে আমরা এটাকে খোলা বিটাতে চালাবো। " এই বিজ্ঞপ্তি দেখে অনেক টেক - বিশেষজ্ঞরাই মনে করছেন যে এটি কোনো একক সাইট না বরং এটি একাধিক সাইট স্বরে পরিচালিত হবে। এটি প্রধানত একাধিক সাইট দ্বারা পরিচালিত একটি ফেডারেটেড সামাজিক নেটওয়ার্ক।

মাস্ক টুইটারের দায়িত্ব নিতে চলেছেন - এমন গুজব ওঠার সঙ্গে সঙ্গেই ডরসি এই বিকল্প পরিকল্পনা করতে শুরু করেন। ডরসি ২০২২ সালের মে মাসে টুইটার বোর্ড থেকে পদত্যাগ করেন। ২০২১ এর নভেম্বরে তিনি টুইটারের সিইও পদ থেকেও ইস্তফা দেন। তার মতে তার নতুন অ্যাপ ব্লুস্কি একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করবে নেট ব্যবহারকারীদের কাছে। এই অ্যাপটি রূপ নেয়ার আগে একটি অন্য প্রকল্পের নাম ছিল ব্লুস্কি। পরে এটি অফিসিয়ালি তাদের কোম্পানির নাম হিসাবে বিবেচিত হয়। তাদের ধারণা এই অ্যাপটি "এটি " প্রটোকলের শীর্ষে থাকা বিশ্বের প্রথম পোর্টাল হতে চলেছে।