সংক্ষিপ্ত
উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। জানা গিয়েছে যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তার তীব্রতা ছিল ৬.৬।
ফের সুনামি সতর্কতা জারি। ভয়ঙ্কর ভাবে বেড়ে উঠতে পারে সমুদ্রের জলস্তর। একি তবে পৃথিবী ধ্বংসের সূচণা। জাপানে পর পর ১৫ বার ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। জানা গিয়েছে জাপানে যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তার তীব্রতা ছিল ৬.৬।
পরপর ১৫ বারেরও বেশি কম্পন অনুভূত হওয়ার পর জাপানের আবহাওয়া সংস্থাও সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। জাপানের সময় ৫ অক্টোবর সকাল ১১টায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া সংস্থা জাপানের ইজু দ্বীপে এক মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে, যখন পূর্বে চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় ০.২ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে।