সংক্ষিপ্ত
ভূকম্পবিদদের মতে, এই মৃদু মৃদু কম্পন ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে উপরিভাগের মাটি। যার জেরে পরবর্তী সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ মানুষের বসবাস, যাতায়াত এবং স্বাভাবিক জীবনযাপন।
একের পর ভূমিকম্পের আতঙ্কে জেরবার উত্তর ভারত। দেশের উত্তর থেকে উত্তর- পশ্চিম বা উত্তর- পূর্বে মাটির তলা দিয়ে বয়ে যাচ্ছে আতঙ্কের তরঙ্গ। এর আঘাত থেকে বাদ যাচ্ছে না সুদূর দক্ষিণের আন্দামান দ্বীপও। রবিবার আরও একবার মাথা চাড়া দিল সেই আশঙ্কার কম্পন। কেঁপে উঠল ভারতের উত্তর থেকে উত্তর -পূর্ব অংশ।
২৯ এপ্রিল, শনিবার রাত দেড়টা নাগাদ ভূমিকম্প হয়েছিল আন্দামান নিকোবরের ক্যাম্পবেল দ্বীপে। রিখটার স্কেলের পাঠ অনুযায়ী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১ টা বেজে ৩৭ মিনিটে এই কম্পন আঘাত হেনেছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তারপর আবার রবিবার ভারতে পর পর ২ বার আঘাত হানল মাঝারি মাত্রার ভূকম্পন।
রবিবারের এই দুটি ভূকম্পনই অনুভূত হয়েছে ভারতের ভিন্ন ভিন্ন পার্বত্য অংশগুলিতে। প্রথম কম্পনটি হয় রবিবার প্রায় মধ্যরাতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রবিবার, ৩০ এপ্রিল, রাত ১২টা বেজে ২৬ মিনিটে একটি কম্পন আঘাত করে ভারতের উত্তর- পূর্বে মায়ানমারে। রিখটার স্কেলের পাঠ অনুযায়ী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। ভূতাত্ত্বিক পরীক্ষায় এই কম্পনের গভীরতা ধরা পড়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
রাত প্রায় সাড়ে বারোটার পর আবার দ্বিতীয় কম্পনটি আঘাত হানে ভারতের একেবারে উত্তর অংশে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রবিবার ভোর ৫ টা বেজে ১৫ মিনিট নাগাদ এই কম্পন আঘাত হেনেছে জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলের পাঠ অনুযায়ী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। অর্থাৎ, দুটি কম্পনই একেবারে অল্প মাত্রার নয়, এগুলি হয়েছে প্রায় মাঝারি মাপে। ভূকম্পবিদদের পরীক্ষায়, জম্মু কাশ্মীরে হওয়া রবিবারের দ্বিতীয় কম্পনটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। একের পর এক কম্পন ভারতের উত্তরভাগে যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। ভূকম্পবিদদের মতে, এই মৃদু মৃদু কম্পন ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে উপরিভাগের মাটি। যার জেরে পরবর্তী সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ মানুষের বসবাস, যাতায়াত এবং স্বাভাবিক জীবনযাপন। পার্বত্য ভূমিতে বদল এলে বড়সড় সমস্যার মুখে পড়বে মানব সমাজ।
আরও পড়ুন-
Gas Cylinder Price: গ্যাসের দামে বড় খবর, আরও একবার দামে কাটছাঁট করল কেন্দ্র সরকার
ভারতের জন্য আনন্দের খবর, রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিতে চলেছেন বলি অভিনেত্রী সোনম কাপুর
তৃণমূলের সভায় বাজ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়