সংক্ষিপ্ত

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ইরান-ইজরায়েল যুদ্ধ সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির দিকে সারা বিশ্বের নজর রয়েছে।

ইরান যদি রকেট হামলা চালিয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে কড়া হুঁশিয়ারি দিল ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। শনিবার আইডিএফ-এর মুখপাত্র আর-এডিএম. ড্যানিয়েল হাগারি এক কড়া বিবৃতি জারি করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ইরানের হামলার মোকাবিলা করতে তৈরি ইজরায়েল। ইরানের বিরুদ্ধে হামাস, হেজবোল্লার মতো জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগও এনেছে আইডিএফ। হাগারির দাবি, ইরানের মদতেই ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে হামাস, হেজবোল্লা। ইরান সরকারিভাবে সন্ত্রাসবাদে মদত দেয় বলেও অভিযোগ করেছেন হাগারি। তাঁর অভিযোগ, ইরানের জন্যই পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হচ্ছে।

ইরানকে তীব্র আক্রমণ আইডিএফ-এর

ইরানকে তোপ দেগে হাগারি বলেছেন, ‘৭ অক্টোবর ইরানের মদতপুষ্ট হামাস যুদ্ধ শুরু করে। এরপর ৮ অক্টোবর ইরানের মদতপুষ্ট হেজবোল্লা হামলা চালায়। ইরাক ও সিরিয়াতেও জঙ্গিদের মদত দিচ্ছে ইরান। ইয়েমেনে হুথি জঙ্গিদেরও মদত দিচ্ছে ইরান। এর ফলে সারা বিশ্বে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে ইজরায়েল। ইরানের পক্ষ থেকে যদি আরও আগ্রাসন চালানো হয়, তাহলে তা প্রতিহত করতে তৈরি ইজরায়েল। হামলার উপযুক্ত জবাব দিতেও তৈরি ইজরায়েল। ইরান যদি আর আগ্রাসন চালায়, তাহলে তার ফল ভোগ করতে হবে।’

'নাগরিকদের রক্ষা করতে তৈরি আইডিএফ'

হাগারি বলেছেন, নিজেদের দেশ ও দেশের নাগরিকদের রক্ষা করার বিষয়ে দায়বদ্ধ আইডিএফ। দেশের উপর হামলা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে কোনও হামলা রোখার জন্য তৈরি আইডিএফ। ইজরায়েলের নিরাপত্তার জন্য সহযোগী দেশগুলির সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হাগারি। তিনি কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। তবে সম্প্রতি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেদিকেই ইঙ্গিত করেছেন আইডিএফ মুখপাত্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Israel War Exclusive: 'পরিস্থিতি খারাপ, ৪৮ ঘন্টার মধ্যে যা খুশি হতে পারে,' আতঙ্কে ইজরায়েলে থাকা ভারতীয় মহিলা

২৪ ঘণ্টার মধ্যে ইজরায়েলের ওপর হামলা চালাতে পারে ইরান! আমেরিকা-ভারত সহ একাধিক দেশে জারি সতর্কতা

যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইরানের আকাশসীমা দিয়ে চলাচল বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া