সংক্ষিপ্ত
থাই দূতাবাস জানিয়েছে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। তবে আবদেনকারী নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পরবেন।
ভারতীয় নাগরিক, যাদের পাসপোর্ট রয়েছে তাদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড। নতুন দিল্লিতে রয়্যাল থাই-দূতাবাস এই ঘোষণা করেছে। ভারতীয় ভ্রমণকারীদের ৬০ দিনের ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়েই ভিসার জন্য আবেদন করতে হবে।
থাই দূতাবাস জানিয়েছে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। তবে আবদেনকারী নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পরবেন। আবেদনকারীদের অবশ্যই ভিসার জন্য টাকা দিতে হবে। সেই ভিসা-ফি সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেট-জেনারেলে গিয়ে অফলাইনে দিয়ে আসতে হবে। থাই দূতাবাস জানিয়েছে ভিসা ফি সব পরিস্থিতিতে ফেরতযোগ্য নয়।
রইল বিস্তারিত তথ্যঃ
১। ই-ভিসা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে।
২। যারা থাই নাগরিক নন তাদের জন্যই এই ভিসা কার্যকর হবে। প্রত্যেককেই নিজে নিজে আবেদন করতে হবে। প্রতিনিধির সাহায্য নেওয়া হবে।
৩। অনলইনে আবেদন করলেও অফলাইনে দূতাবাস বা কনসুলেটের অফিসে গিয়ে দিয়ে আসতে হবে ভিসা-ফি।
৪। আবেদনের ১৪ দিনের মধ্যেই ভিসা ফি জমা দিতে হবে। নাহলে সেটি কার্যকর হবে না।
৫। ভিসার জন্য সাধারণ নাগরিকদের পাসপোর্ট জমা দিতে হবে ১৬ ডিসেম্বর ২০২৪। আর কূটনৈতিকদে বা অফিসিয়াল পাসপোর্ট দিতে হবে ২৪ ডিসেম্বর ২০২৪এর মধ্যে।
৬। ভরতীয় নাগরিকদের ৬০ দিনের সফরের জন্য ভিসা দেওয়া হবে।
৭। এই বিষয় বিস্তারিত তথ্য দেবে থাইল্যান্ডের দূতাবাস।