সংক্ষিপ্ত

আর অনলাইলে যখন তখন দেখা যাবে না পর্নোগ্রাফি! ১০ বারের বেশি দেখলেই দিতে হবে জরিমানা

পর্ণগ্রাফিতে অপ্রাপ্তবয়স্কদের অ্য়াক্সেস বন্ধ করতে বিশেষ অ্যাপ্লিকেশন চালু করল সরকার। অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করল স্পেন সরকার। অপ্রাপ্তবয়স্কদের মধ্যে পর্নোগ্রাফি দেখার হার বেশি হওয়ার কারণে পর্নোগ্রাফি বিরোধী গ্রুপ ডেল উনা ভুয়েলতার এর উদ্যোগে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে স্পেন সরকার।

এই অ্যাপ্লিকেশনটির নাম লেখা হয়েছে পর্ন পাসপোর্ট। তরুণরা যাতে সহজে অনলাইনে পর্নোগ্রাফি দেখতে না পেরে তার জন্যই এই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পর্ন ব্যবহারকারীরা ঘনঘন এই ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস করতে সতর্ক করা হবে।

স্পেনে যাতে কোনও ভাবেই তরুণরা পর্নোগ্রাফি দেখতে না পারেন তারই ব্যবস্থা নিতে চলেছে এই সরকার। এই অ্যাপের মাধ্যমে সরকারি আইডির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাই করবে এবং প্রাপ্তবয়স্কদের অ্যাক্সেস করার জন্য প্রতি মাসে ৩০ টাকা করে দিতে হবে। এর ফলে একটি কিউআর কোড তৈরি হবে যার মাধ্যমে গ্রাহকেরা ১০ বার এই অ্যাপে অ্যাক্সেস করতে পারবেন।

ফলে ১০ বার পর্যন্ত পর্নোগ্রাফি দেখার পরেই ফের পরিচয় পুনরায় যাচাই করতে হবে এবং নজরদাড়ির মধ্যে পড়তে হবে। ফলে সরকারের তরফে তাদের সতর্কতা পাঠান হবে। এ ছাড়াও বিদেশি সাইটগুলির উপরে জোর নজরদারির জন্যও এই তালিকা তৈরি করা হয়েছে ২০২৭ সালের মধ্যে পুরো ইউনিয়ন জুড়ে এমন ডিজিটাল পাসপোর্ট চালু করা হবে।