সংক্ষিপ্ত

  • শারজায় মুখোমুখি দিল্লি ও রাজস্থান
  • টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের
  • লাগাতার উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি
  • ২০ ওভার শেষে শ্রেয়স আইয়রের দলের স্কোর ১৮৪ রান
     

শারজার ছোট মাঠে দুরন্ত বোলিং রাজস্থান রয়্যালসের। দিল্লি ক্যাপিটালসকে বেঁধে রাখল ১৮৪ রানে। দিল্লির হয়ে সরবোচ্চ ৪৫ রান করেন শেমরন হেটমায়ার। রাজস্থানের হয়ে ৩ উইকেট নেন জোফ্রা আর্চার। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। শারজার ছোট মাঠেও এই প্রথম কোনও টিম শুরুতে দুরন্ত বোলিং করেন। দ্বিতীয় ওভারেই জোফ্রা আর্চারের বলে আউট হন শিখর ধওয়ান। মাত্র ৫ রান করেন তিনি। এরপর ইনিংস কিছুটা এগিয়ে নিয়ে যান পৃথ্বি শ ও শ্রেয়স আইয়র। কিন্তু সেই পার্টনারশিপও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারে আরও একটি উইকেট নেন জোফ্রা আর্চার। এবার তার শিকার হন পৃথ্বী শ। ১৯ রান করেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে তৃতীয় উইকেট পড়ে শ্রেয়স আইয়রের। তাকে দুরন্ত রান আউট করেন যশশ্বী জয়সওয়াল। দিল্লির অধিনায়ক করেন ২২ রান। ৬ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ৫১ রানে ৩ উইকেট। 

এরপর ইনিংসের রাশ সামলানোর চেষ্টা করেন মার্কাস স্টয়নিস ও ঋষভ পন্থ। একদিকে থেকে নিজের বিগ হিট চালিয়ে যান স্টয়নিস। দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেওয়ার চেষ্টা করলেও সফল হননি পন্থ। দশম ওভারে তাকেও রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যেতে হয়। ৫ রান করেন তিনি। ১০ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ৮৭ রানে ৫ উইকেট। এরপর ক্রিজে নেমে স্টয়নিসের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান শেমরন হেটমায়ার। ৩০ রানের পার্টনারশিপও করেন তারা। কিন্ত ম্যাচের ১৪ ওভারে তেওয়াটিয়ার বলে কাট মারতে গিয়ে ক্যাচ আউট হন স্টয়নিস। ৩৯ রান করেন তিনি। লাগাতার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লির ব্যাটিং। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ১২২ রানে ৫ উইকেট। 

১৫ ওভারের পর আক্রমণাত্বক রূপ নেন শেমরন হেটমায়ার। ১৬ তম ওভারে আসে ১৩ রান। ১৭ তম ওভারেও পরপর দুটি ছয় মারেন হেটমায়ার। কিন্তু তৃতীয় ছয় মারতে গিয়ে কার্তিক ত্যাগির বলে আউট হন তিনি। ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ১৪৯ রানে ৬ উইকেট। ১৯ তম ওভারে বিধ্বংসী ব্যাটিং করেন অ্যাক্সর প্যাটেল। তবে অ্যান্ড্রু টাইয়েক শেষ বলে আউট হন অ্যাক্স প্যাটেল। ৮ বলে ১৭ রান করেন তিনি। ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ১৮১ রানে ৭ উইকেট। ২০ তম ওভারে আরও একটি উইকেট পড়ে দিল্লির হ্যারশলল প্যাটে আউট হন ১৬ রানে। ২০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৮৪ রান। রাজস্থান রয়্যালসের টার্গেট ১৮৫ রান।