সংক্ষিপ্ত
- আজ আইপিএলের আরও এক মেগা ম্য়াচ
- আইপিএল অভিযান শুরু করছে কেকেআর
- প্রতিপক্ষ রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স
- টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত কেকেআরের
আজ আবুধাবিতে আইপিএলের আরও একটি মেগা ফাইাট। গতবারের আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এবছরের শুরুটা খুবব একটা ভাল হয়নি। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। তাই কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মুম্বই। অপরদিকে আত্মবিশ্বাসসে ভরপুর কলকাতা নাইট রাইডার্স। অনুশীলনে দলের যাবতীয় অস্ত্র সান দিয়ে রেখেছে দল। মুম্বই বধের জন্য প্রস্তুত রয়েছে যাবতীয় পরিকল্পনাও। এদিন ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। দ্বিতীয় ব্যাটিংয়ে ডিউয়ের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত নেন দীনেশ কার্তিক।
কেকেআর দল এবারের আইপিএলের অন্যতম সেরা দল। দল সামঞ্জস্য রয়েছে। তারকা প্লেয়ারেদের পাশাপাশি রয়েছে একাধিক ইয়াং স্টার। দলে ব্য়াটিং লাইনআপে রয়েছে শুভমান গিল,নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকের মত তারকা। অপরদিকে, বোলিং লাইন আপে রয়েছে সুনীল নারিন, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদবদের মতো তারকারা। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে মরসুম শুরুর বিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী কেকেআর শিবির।
অপরদিকে, প্রথম ম্য়াচ হারলেও, মুম্বই ইন্ডিয়ান্সও খুবই শক্তিশালী দল। দলের ব্যাটিং লাইনআপে রয়েছে অধিনায়ক রোহিত শর্মা, কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডের মত নাম। গত ম্যাচে ব্যাট হাতে দুর্নত পারফর্ম করেছে সৌরভ তিওয়ারিও। অপরদিকে বোলিং লাইনআপে রয়েছে জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসনের মত নাম। কিন্তু ক্র্ুণাল পান্ডিয়া, রাহুল চাহরের স্পিন অ্যাটাক কেকেআরের থেকে কিছুটা কমজুরি।কিন্তু ম্য়াচে কেকেআরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রোহিত শর্মার দল। কিন্তু তুল্যমূল্য বিচারে কেকেআরকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।