India vs New Zealand: ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ চলছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে চাপে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
প্রথমে ফিল্ডিং করে বিপদ
ভারতীয় দল অতীতে অনেক ম্যাচেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হেরেছে। রবিবারও তেমনই আশঙ্কা তৈরি হয়েছে।

India vs New Zealand Third ODI: অতিরিক্ত আত্মবিশ্বাস, চাপ, না পিচের চরিত্র বুঝতে ভুল করা? কারণ যাই হোক না কেন, রবিবার ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় দল যে ভুল করেছে, তা স্পষ্ট। ম্যাচের শুরুতে চাপে পড়ে গেলেও, তারপর পরিস্থিতি সামাল দিয়ে দারুণ জায়গায় পৌঁছে গেল নিউজিল্যান্ড। পাঁচ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়ে আট উইকেট হারিয়ে ৩৩৭ রানে পৌঁছে গেল কিউয়িরা। শতরান করলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও গ্লেন ফিলিপস (Glenn Phillips)। এই দুই ব্যাটারের জন্যই বড় স্কোর করতে পারল নিউজিল্যান্ড। না হলে ভারতীয় দলই ভালো জায়গায় থাকত।

শুরুর দাপট কিছুক্ষণের মধ্যেই উধাও

এদিন ম্যাচের চতুর্থ বলেই প্রথম উইকেটের পতন হয়। কিউয়ি ওপেনার হেনরি নিকোলসকে (Henry Nicholls) শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। দ্বিতীয় ওভারে বোলিং করতে গিয়ে প্রথম বলেই অপর ওপেনার ডেভন কনওয়েকে (Devon Conway) ফিরিয়ে দেন হর্ষিত রানা (Harshit Rana)। চার বল খেলে পাঁচ রান করেন কনওয়ে। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ রান করেন উইল ইয়াং (Will Young)। ফিলিপস ৮৮ বল খেলে ১০৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell) ১৮ বল খেলে ২৮ রান করে অপরাজিত থাকেন। উইকেটকিপার-ব্যাটার মিচেল হে (Mitchell Hay) ছয় বল খেলে দুই রান করেই ফিরে যান। জাকারি ফাউলকেস (Zakary Foulkes) আট বল খেলে ১০ রান করেন। ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke) পাঁচ বল খেলে ১১ রান করেন। কাইল জেমিয়েসন (Kyle Jamieson) শূন্য রানে অপরাজিত থাকেন। 

আর্শদীপ-হর্ষিতের ৩ উইকেট

আর্শদীপ ৬৩ রান দিয়ে তিন উইকেট নেন। হর্ষিত ৮৪ রান দিয়ে তিন উইকেট নেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪৩ রান দিয়ে এক উইকেট নেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৪৮ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।