আইপিএল-এ আজ মুখোমুখি রাজস্থান এবং পঞ্জাব প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব কে এল রাহুল রয়েছেন দুরন্ত ফর্মে রাজস্থান একটা ম্যাচ খেলেছে সেটিতে জয় পেয়েছে

আজকের আইপিএল ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পঞ্জাব। টসে জিতেছেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁরা প্রথমে বল করবেন বলে জানিয়েছেন তিনি। ফলে, প্রথমে ব্যাট করতে নামছে কিংস ইলেভেন পঞ্জাব। 

Live-Scorecard-IPL2020-RR VS KEIP- ক্লিক করুন এখানে

Scroll to load tweet…

আজকের প্রথম একাদশ- রাজস্থান রয়্যালস- জোস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, রবিন উত্থাপা, রাহুল তেওয়াটিয়া, টম কুরিয়েন, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকট, অঙ্কিত রাজপুত

Scroll to load tweet…

আজকের প্রথম একাদশ- কিংস ইলেভেন পঞ্জাব- কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ আহমেদ, পুরান, নীসম, মুরুগান, রবি বিষ্ণোই, মহম্মদ সামি, কটরেল

Scroll to load tweet…

শারজায় হতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালসের সুপার ফাইট। তাও আবার শারজার ব্যাটিং সহায়াক ও ছোট বাউন্ডারির মাঠে। তাই আরও একটি হাইস্কোরিং ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। প্রথম ম্যাচে দুরন্ত খেলেও সুপার ওভারে দিল্লির কাছে হারতে হয়েছিল পঞ্জাবকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুরন্তভাবে কামব্যাক করে অনিল কুম্বলের দল। আরসিবিকে ৯৭ রানে হারায় কিংস ইলেভেন পঞ্জাব। ৬৯ বলে ১৩২ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন অধিনায়ক কেএল রাহুল। ফর্মে রয়েছে মায়াঙ্ক অগরওয়ালও। শুধু মিডল অর্ডারে নিকোলাস পুরাণ, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েলরা ফর্মে ফিরলেই অপ্রতিরোধ্য হয়ে উঠবে পঞ্জাবের ব্য়াটিং। একইসঙ্গে দুর্নত বোলিংও করছে পঞ্জাব দল। পেস বোলিং অ্যাটাকে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি ও শেলডন কটরেল। এছাড়া রবি বিষ্ণোই, মপরগান অশ্বিনরা তরুণ হলেও খুব ভালভাবে সামলাচ্ছেন স্পিন বিভাগের দায়িত্ব। ফলে ব্যাটিং বোলিং মিলিয়ে রাজস্থান রয়্যালস বধের বিষয়ে আত্মবিশ্বাসী কিংস ইলেভেন পঞ্জাব।

Scroll to load tweet…