সংক্ষিপ্ত
- কাল আইপিএল ২০২০ তে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি
- কার্তিকের বদলে মরগ্যানকে অধিনায়ক করার সিদ্ধান্ত এখনও অবধি ফলপ্রসূ নয়
- সিরাজের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে ভর করে ম্যাচের ভাগ্য লিখলো আরসিবি
- লকি ফার্গুসন বাদে ক্রিকেটের তিনটি বিভাগেই চূড়ান্ত ব্যর্থ কেকেআর ক্রিকেটাররা
তিন বছর আগের ইডেনে লজ্জার হারের বদলা আবু ধাবিতে। ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ১৩২ রান তাড়া করতে নেমে ৪৯ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ম দলগত স্কোর। সেই ম্যাচেরই স্মৃতি মনে করিয়ে এদিন মধুর বদলা নিল আরসিবি। সেই সঙ্গে মরগ্যানের অধিনায়কত্বে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারলো কেকেআর।
নাইট রাইডার্সকে প্রথমে নির্ধারিত ২০ ওভারে ৮৪ রানে আটকে দিয়ে বিরাটের দলের বোলাররা জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। এটিই আইপিএলের ইতিহাসে গোটা ২০ ওভার খেলার পর সর্বনিম্ন রানের রেকর্ড। এরপর ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে ফেলেন বিরাট কোহলির দল। লো স্কোরিং ম্যাচে তাড়া করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরসিবির হয়ে আবু ধাবিতে এদিন ম্যাচের সেরা পারফরম্যান্স মহম্মদ সিরাজের। ৪ ওভারে ৮ রান খরচে ৩ উইকেট তুলে নিয়ে কেকেআরের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন সিরাজ। ডানহাতি পেসার এদিন পাওয়ার প্লেতে প্রথম ২ ওভারে পর পর দুটি মেডেন করেন, যা একটি রেকর্ড। ম্যাচের ভাগ্য ওই দুটি ওভারেই নির্ধারিত হয়ে গিয়েছিল। এছাড়াও চাহাল ২ টি ও ওয়াশিংটন সুন্দর -নভদীপ সাইনি ১টি করে উইকেটের সুবাদে কলকাতাতে ৮৪ রান বেঁধে রেখে মূলত বোলারদের কাঁধে চেপে এদিন দুর্দান্ত জয় বিরাট অ্যান্ড কোম্পানির।