সংক্ষিপ্ত
- শশ্মানে হাতির হানা
- বেঘেরো প্রাণ গেল এক ব্যক্তির
- ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে
- এলাকায় আতঙ্ক
শ্মশানযাত্রীদেরও রেহাই নেই! ঝাড়গ্রামে মৃতদেহ দাহ করতে গিয়ে হাতির হামলা প্রাণ গেল একজনের। সরডিহাতে মারা গিয়েছেন আরও একজন। তবে জামবনিতে যিনি হাতির হামলার মুখে পড়েন, তিনি অবশ্য বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন।
ঝাড়গ্রাম শহরের আট নম্বর ওয়ার্ডে মেহেবাঁধ শ্মশান। বুধবার রাতে সেখানেই শবদাহ করতে গিয়েছিলেন সুভাষ মাহাত নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষরাতে শ্মশানে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। ভয়ে সকলেই পালিয়ে যান। কিন্তু সুভাষ আর পালাতে পারেনি। শুড়ে জড়িয়ে তাঁকে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলে মারা যান ওই যুবক। এদিকে আবার ঝাড়গ্রাম সরডিয়া স্টেশন থেকে ফেরার পথে হাতির হামলায় প্রাণ হারালেন মনোরঞ্জন মাহাতো নামে এক যুবক। ভোর বেলা এক আত্মীয় স্টেশনে পৌঁছে দিয়ে তিনি জঙ্গলের পথে ফিরছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মকরসংক্রান্তিতে দুর্ঘটনা, স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল বালক
বুধবার রাতে ঝাড়গ্রামের জামবনিতে বাড়ি থেকে কিছুটা দুরে বসে আগুন পোহাচ্ছিলেন ভীম হাঁসদা এক ব্যক্তি। হাতির হামলার মুখে পড়েন তিনি। তবে বরাতজোরে প্রাণ বেঁচে গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় ভীমকে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।