সংক্ষিপ্ত

  • একদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া ২২৯৪
  • গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে
  •  রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার একদিনে অনেকটাই বেড়েছে
  •  আগে নীচের দিকে যাচ্ছিল, এখন তা ফের ৬৭ শতাংশে  

রাজ্য়ে করোনায় আক্রান্তের সংখ্য়া কমছে না।  রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, একদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া ২২৯৪। বেড়েছে মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। পরিসংখ্য়ান বলছে, রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার একদিনে অনেকটাই বেড়েছে। আগে যেটা ৬৩ শতাংশে গিয়ে ফের নীচের দিকে যাচ্ছিল, এখন তা ফের ৬৭ শতাংশে পৌঁছেছে। 

এদিন রাজ্যে স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য জানাচ্ছে, একদিনে ৪১ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। যার মধ্যে কেবল কলকাতারই ১৭ জন৷ যা ফলে পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৯০ জন৷ এদের মধ্য়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৬৫২ জন৷

যদিও স্বস্তির খবর,গত ২৪ ঘন্টায় রাজ্য়ের হাসপাতালগুলি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ ৯৪ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৪১১৬ জন৷ পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৬৭.৬০ শতাংশ৷ এতদিনের মধ্য়ে যা একদিনে সর্বোচ্চ হার৷ গতকাল ছিল ৬৬.৭৪ শতাংশ৷