সংক্ষিপ্ত
- ব্রড স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃ্দ্ধের মৃতদেহ।
- ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
- পুলিশের অনুমান বৃদ্ধকে বুধবার রাতে খুন করা হয়েছে।
ব্রড স্ট্রিটের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃ্দ্ধের মৃতদেহ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের জানিয়েছে বৃদ্ধকে বুধবার রাতে খুন করা হয়েছে। মৃত বৃদ্ধের নাম বিশ্বজিৎ দাস, বয়স ৬৫।
বৃহস্পতিবার সকালে বৃদ্ধের মেয়ে এসে দেখেন ঘরের দরজা অর্ধেক ভেজানো রয়েছে। দরজা খুলে ঘরে ঢুকতেই তিনি দেখেন মেঝেতে পড়ে রয়েছে তাঁর বাবার রক্তাক্ত দেহ। মৃতদেহের পাশেই একটি রক্তাক্ত ছুরি পড়ে থাকতে দেখা যায়। তার পরেই কড়েয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
ওই বৃদ্ধ ব্রড স্ট্রিট লাগোয়া একটি টালির বাড়িতে একাই থাকতেন। তাঁর আর্থিক অবস্থাও ভাবে ভাল ছিল না বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তাও কেন এই খুন তা নিয়ে প্রশ্ন উঠছে।
কলকাতায় ব্রড স্ট্রিট একটি অত্যন্ত অভিজাত এলাকা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকায় যে জমিতে বৃদ্ধ ছিলেন তার প্রোমোটিং-কে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটেছে। কড়েয়া থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
কলকাতার ব্রডস্ট্রিটের মতো এলাকায় এরকম খুনের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।