সংক্ষিপ্ত
- এশিয়ানেট নিউজ বাংলা প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে
- কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও করা হবে সম্মানিত
- বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও
- কলকাতার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, প্রকাশিত হল তাদের নাম
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে এগিয়ে থাকার লড়াই। আবার তার মাঝে রয়েছে সাবেকিয়ানার নস্ট্যালজিয়াও। আর এই লড়াইয়েই কারা হলেন সেরার সেরা তাই জানাবে 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'।
এই শারদ সম্মানে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও সম্মানিত করা হবে। এছাড়াও বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও।
এবছরেই 'এশিয়ানেট নিউজ বাংলা' প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে। ইতিমধ্যেই অনেকেই ফর্ম ফিল আপ করে নাম লিখিয়েছে এই প্রতিযোগিতায়। ফর্ম জমা দেওয়ার শেষ দিন অতিক্রম করার পরেও বহু ক্লাব থেকে অংশগ্রহণের অনুরোধ আসায় বাড়ানো হয়েছিল ফর্ম জমা দেওয়ার সময়সীমা। কলকাতার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, শনিবার প্রকাশিত হল তাদের নাম।
দক্ষিণ কলকাতার পুজোর তালিকা
- বাঁশদ্রোণী একতা
- এভিনিউ সাউথ পল্লী মঙ্গল সমিতি
- বিবেকানন্দ পার্ক এথেলেটিক ক্লাব
- তরুণ সংঘ বাঘাযতীন
- সন্তোষপুর ত্রিকোন পার্ক সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি
- হরিদেবপুর আদর্শ সমিতি
- অভিযান গান্ধী কলোনী
- এন এস সি স্পোর্টিং ক্লাব
- অমরাবতী দুর্গাপুজা কমিটি
- চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব
- হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব
- বকুল বাগান সর্বজনীন দুর্গোৎসব
- ব্রহ্মপুর বোরাল সর্বজনীন দুর্গোৎসব
- বোসপুকুর শিতলা মন্দির দুর্গোৎসব কমিটি
- পাটুলি সর্বজনীন দুর্গোৎসব
- বরিশা ক্লাব
- গড়িয়া বৈষ্ণবঘাটা দুর্গোৎসব সমিতি
- বেহালা মুকুল সংঘ
- বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি
- দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- সেলিমপুর পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- মুদিয়ালী ক্লাব
- বেহালা ১১ পল্লী
- খিদিরপপুর পল্লী শারদীয়া
- সাউথ বেঙ্গল বয়েস ট্রেনিং এস্যোশিয়েশন
- ২৫ পল্লী ক্লাব
- বরিশা সবুজ সাথী ক্লাব
- ভবাণীপুর স্বাধীন সংঘ
- সন্তোষপুর সর্বজনীন দুর্গোৎসব
- উদয়ণপল্লী সর্বজনীন দুর্গাপুজা কমিটি
- কালীঘাট নেপাল ভট্টাচার্য্য লেন
- হরিদেবপুর নবীন সাথী ক্লাব
- নুতন সংঘ বেহালা
- বাদামতলা আষাঢ় সংঘ
- বেহালা ২৯ পল্লী
- ঠাকুর পুকুর এসবি পার্ক সর্বজনীন
- সাবর্ণ পাড়া বরিশা সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- রাইপুর ক্লাব
- রাজডাঙ্গা নবোদয় সংঘ
- বালিয়া বৈশাখী সংঘ
- ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি
- প্রতাপাদিত্য রোড ত্রিকোন পার্ক বারোয়ারী দুর্গাপুজা কমিটি
- শিবরামপুর অশত্থতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- রাজ ডাঙ্গা নব উদয় সংঘ
- অজেয় সংহতি
- বেহালা নতুন দল
- খিদিরপুর নবরাগ
- বরিশা যুবক বৃন্দ
- নষ্করপুর সর্বজনীন দুর্গোৎসব
- বরিশা তরুন তীর্থ
- লেক ইউথ কর্ণার
- উপনগরী স্পোর্টিং ক্লাব
- ২১ পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- জয়শ্রী পার্ক উদয়ণ সমিতি
- কেন্দুয়া শান্তি সংঘ
- ৭৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব খিদিরপুর
- ৬৬ পল্লী ক্লাব
- খিদিরপুর শিবতলা অমর সংঘ
- বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
- নেতাজী জাতীয় সেবাদল
- বরিশা ইউথ ক্লাব
- নন্দনা যুব সংঘ
- বড় বাগান কালচারাল এস্যোশিয়েশন
- সেবক সংঘ দুর্গাপুজা কমিটি
- জগন্নাথপুর গান্ধী মেমোরিয়াল লাইব্রেরী
- হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
- ফ্রেন্ডস ইলেভেন ক্লাব
- শিতলা তলা কিশোর সংঘ
- সতীনসেন পল্লী সর্বজনীন দুর্গাপুজা কমিটি
- যুব মৈত্রী
- উত্তর বরিশা শারোদৎসব
- বেহালা ত্রিশক্তি সংঘ
- ৪১ পল্লী ক্লাব
- উত্তর হালদার পাড়া ক্লাব
- গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গাপুজা কমিটি
- নাকতলা উদয়ণ সংঘ
- বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ
- বাঘাযতীন বি এন্ড সি ব্লক দুর্গোৎসব কমিটি
- আদি লেক পল্লী ক্লাব
- খিদিরপুর যুব গোষ্ঠী
- কালীঘাট শ্রী সংঘ
- প্রগতি সংঘ পূর্ব পুটিয়ারি
- অবসরিকা ক্লাব ঢাকুরিয়া
- ব্রহ্মপুর হরিসভা সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- চেতলা আলাপি ক্লাব
- সন্তোষপুর সাগ্নিক
- পার্ক সার্কাস সর্বজনীন দুর্গোৎসব
- পন্ডিতিয়া সন্ধ্যা সংঘ
- ২২ পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব
- মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- পূর্বাচল শক্তি সংঘ
- মহাতীর্থম দুর্গোৎসব
- দক্ষিণ কলিকাতা সর্বজনীন দুর্গাপুজা
- জয়শ্রী সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- সমাজসেবী সংঘ
- শ্যামা পল্লী শ্যামা সংঘ
- যোথপুরপার্ক কালচারাল এ্যাসোশিয়েশান
- হালতু নন্দীবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- বেহালা ফেন্ড্রস
- আলিপুর সর্বজনীন
- কাকুলিয়া এন্ড ফার্ণ রোড শারদীয়া উৎসব
- বালিগঞ্জ রামকৃষ্ণ সেবক সমিতি
- ঠাকুরপুকুর ক্লাব
- আদর্শপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- যোথপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি
- জাগরী
- দেবদারু ফটক সর্বজনীন দুর্গোৎসব
- নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব
- বেহালা শ্রী সংঘ
- রূপচাঁদ মুখার্জী লেন সর্বজনীন দুর্গোৎসব
- সন্তোষপুর লেকপল্লী
- দক্ষিণ কলকাতা তরুণ সমিতি
- আলিপুর ৭৮ পল্লী
- ৯৭ পল্লী চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- ৯৫ পল্লী সর্বজনীন দুর্গোৎসব
- গড়িয়া সর্বজনীন দুর্গোৎসব
- পোদ্দারনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- হাজরা পার্ক দুর্গোৎসব
- কালীঘাট মিলন সংঘ
- চেতলা সর্ব সাধারণের দুর্গোৎসব
- পল্লীমঙ্গল সমিতি তালতলা গ্রাউন্ড
- বোসপুকুর তাল বাগান সর্বজনীন
- উদয়ণ খিদিরপুর
- নাকতলা পল্লী উদয়ণ সংঘ
- কামডোহরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- নবপল্লী সংঘ সর্বজনীন দুর্গোৎসব
- সুভাষনগর সমাজ কল্যাণ পরিষদ
- পরিজন কল্যাণ সংঘ
- সরশুনা শিল্পী সংঘ সর্বজনীন দুর্গোৎসব
- বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ
- পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ণ সমিতি
- মাদুরদহ ঐক্যতান কোআপারেটিভ
- পাওয়ার হাউজ সর্বজনীন দুর্গাপুজা
- কলকাতা পুর কর্মচারী সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- ঢাকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব
- বাসুদেবপুর সর্বজনীন দুর্গোৎসব
উত্তর কলকাতার পুজোর তালিকা
- কালী সংঘ রাজারঘাট দুর্গোৎসব কমিটি
- হরিঘোষ স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- হরিহর নগর ওয়েল ফেয়ার সমিতি
- ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি
- বৃন্দাবণ মাতৃ মন্দির
- দমদম তরুণ দল
- দমদম পার্ক ভারতচক্র ক্লাব
- হিন্দুস্থান ভলেনটিয়ার্স দুর্গাপুজা কমিটি
- দমদম পার্ক সর্বজনীন
- সরকার বাগান সম্মিলিত সংঘ
- অরবিন্দ সেতু সর্বজনীন দুর্গা উৎসব পুজা
- গৌড়িবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শণী
- কাশীবোস স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব
- বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব
- বিবেকানন্দ সর্বজনীন দুর্গোৎসব
- আলফা এথলেটিক অ্য়াসোশিয়েশন
- লেকটাউন প্রগতি পল্লী অধিবাসীবৃন্দ অরগানাইজেশন
- আমরা সবাই সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- আড়িয়াদহ প্রগতি সংঘ
- তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- জগৎ মুখার্জী পার্ক
- গার্ডেন লেন সর্বজনীন দুর্গোৎসব
- হালদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- পোস্তাবাজার নাগরিক সমিতি
- গোয়া বাগান শারোদৎসব সম্মিলনী
- টালা পার্ক প্রত্যয়
- নেতাজী কলোনী লো ল্যান্ড দুর্গোৎসব সমিতি
- উদয়ণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- তরুণ অভ্যুদয়
- মানস বাঘ সর্বজনীন দুর্গোৎসব
- বিধান সরণী এটলাস ক্লাব
- ডাক স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব
- উল্টোডাঙ্গা বিধান সংঘ
- আহেরিটোলা যুবকবৃন্দ
- শ্যামবাজার পল্লী সংঘ
- কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব কমিটি
- সর্বোদ্বয় সম্মিলনাী
- জোড়াবাগান ছাত্র সংঘতী
- উল্টোডাঙ্গা জাগরনী সংঘ
- উল্টোডাঙ্গা সংগ্রামী
- যুববৃন্দ বিধান নগর
- রামমোহন স্মৃতি সংঘ
- জাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব
- উত্তরায়ণ ক্লাব
- নব পল্লী অধিবাসীবৃন্দ
- হরিতকী বাগান সর্বজনীন
- উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাব
- উল্টোডাঙ্গা দাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- নলীন সরকার স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব
- চোর বাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- শ্যামপুকুর স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- লালা বাগান সর্বজনীন দুর্গোৎসব
- উল্টোডাঙ্গা কর বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- টালা বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- টালা দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব কমিটি
- ২২৩ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- মাণিকতলা ১৪ পল্লী সাধারণ দুর্গোৎসব
- দক্ষিণদারী ইউথ ফোরাম
- মন্দারাম সেন স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ
- মেছুয়া বাজার সর্বজনীন দুর্গাপুজা সমিতি
- মহোল্লা সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- রেল পুকুরপার সর্বজনীন দুর্গাপুজা সম্মিলনী
- নতুন পল্লী প্রদীপ সংঘ
- হাতিবাগান নবীন পল্লী
- দমদম পার্ক তরুন সংঘ পুজো কমিটি
- হাটখোলা গোঁসাইপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- শ্যামবাজার কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- নর্থ ত্রিধারা সর্বজনীন
- শিতলাতলা সর্বজনীন দুর্গোৎসব
- জোড়াসাঁকো সাতের পল্লী সর্বজনীন দুর্গাপুজো
- কমলা পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি
- শোভাবাজার বড়তলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- চাউল পট্টি ন্যাশনাল স্পোর্টিং ক্লাব
- এমএসজিএল দুয়ের পল্লী পুরনো সর্বজনীন দুর্গোৎসব সমিতি
- পাথুরিয়াঘাটা ৫ এর পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- কাজীপাড়া যুবকবৃন্দ
- ২০ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
- ঘোলাঘাটা সম্মিলনী
- শিবশঙ্কর ইউনাইটেড ক্লাব দুর্গোৎসব কমিটি
- সুরির বাগান সর্বজনীন দুর্গোৎসব
- দমদম পার্ক যুববৃন্দ
- লালা বাগান নবাঙ্কুর
- মাষ্টারদা স্মৃতি সংঘ
- কাশীবস লেন দুর্গাপুজো সমিতি
- বাণী সংঘ
- বাগবাজার পল্লী পুজা ও প্রদর্শণী
- অশ্বিণীনগর বন্ধুমহল ক্লাব
- অর্জুণপুর আমরা সবাই ক্লাব
- বেলগাছিয়া যুব সম্মেলনী
- স্বপ্নার বাগান যুবক বৃন্দ
- হজবরল সংস্কৃতি সংস্থান
- বিধাননগর সাউথ এ্যথলেটিক ক্লাব
- ন পাড়া দাদাভাই সংঘ
- বাণী মন্দির বেলঘরিয়া
- চিনার পার্ক অধিবাসীবৃন্দ
- কাঁকুরগাছি যুবকবৃন্দ
- মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটি
- শিকদার বাগান সাধারন দুর্গোৎসব
- রামমোহন রায় রোড দুর্গাপুজো কমিটি
- সম্মিলিত মালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব
- বাগমারী নবারুণ সংঘ
- নবদিগন্ত পুজো কমিটি
- রমেশ দত্ত স্ট্রীট সর্বজনীন দুর্গোৎসব
- মাধবদাস লেন সর্বজনীন দুর্গোৎসব
- কাশীপুর প্রদীপ সংঘ
- কাশীপুর প্রদীপ সংঘ
- লেকটাউন অধিবাসীবৃন্ধ
- বেলঘরিয়া পঞ্চাননতলা ইউথ এশ্যোসিয়েশন দুর্গোৎসব
মধ্য কলকাতা পুজোর তালিকা
- ৪৭ পল্লী যুবক বৃন্দ
- ডাক স্ট্রীট রোড
- বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ
- ট্যাংরা ঘোল পাড়া সর্বজনীন দুর্গোৎসব
- বেলেঘাাটা পল্লী উন্নয়ণ সমিতি
- পূর্বাঞ্চল প্রভাতী সংঘ
- কানাইধর লেন অধিবাসীবৃন্দ
- যুবদল ভাঙ্গামাঠ
- বেলেঘাটা সন্ধানী
- বেলেঘাটা প্রগতি সংসদ দুর্গাপুজো কমিটি
- নোনাপুকুর লোহাপট্টি দুর্গাপুজোো সমিতি
- বেলেঘাটা ৩৩ নং পল্লীবাসিবৃন্দ
- তালতলা চিল্ড্রেন্স পার্ক সর্বজনীন দুর্গোৎসব সমিতি
সল্টলেকের পুজোর তালিকা
- সর্বজনীন দুর্গোৎসব বি-ই ওয়েস্ট
- এ-ই পার্ট ওয়ান ব্লক কমিটি
- ডি বি ব্লক রেসিডেন্স এস্যোশিয়েশন
- সল্টলেক এ-ডি ব্লক রেসিডেন্ট ক্লাব
- এ-কে ব্লক এস্যোশিয়েশন
- সল্টলেক বি-ই ইস্ট পুজো কমিটি
- সল্টলেক এফ-ই ব্লক রেসিডেন্ট এস্যোশিয়েশন
- সল্টলেক সি-ডি ব্লক সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি
- সল্টলেক এফ-ডি ব্লক সর্বজনীন পুজো কমিটি
- বিধান নগর বি-এইচ ব্লক সোসাইটি
- সল্টলেক ই-সি ব্লক রেসিডেন্ট এ্যাসোশিয়েশান
- সল্টলেক বি-জি ব্লক রেসিডেন্ট এ্যাসোশিয়েশান
- সল্টলেক দুর্গাপুজা বি-এল ব্লক কমিটি
- বিধাননগর বি-বি ব্লক রেসিডেন্ট এস্যোশিয়েশন